'মেয়েবেলা'র মোহ! চিনতে পারছেন এই নায়িকাকে?
একসময় ছোটপর্দায় 'খেলাঘর' বেঁধেছিলেন অভিনেত্রী।
Tap to expand
একসময় ছোটপর্দায় যে 'খেলাঘর' বেঁধেছিলেন, সেখানে তাঁর 'মেয়েবেলা' ভালোই কেটেছে। তার পর 'আলোর কোলে' গ্ল্যামারের হাতছানি। বাংলা টেলিভিশনে এভাবেই স্বীকৃতি মজুমদার নিজের পরিচিতি তৈরি করেছেন।
Tap to expand
বেহালার পর্ণশ্রীর মেয়ে স্বীকৃতি। সেখানেই বেড়ে ওঠা। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী ছিলেন অভিনেত্রী। সেই সুবাদে একটি চাকরিও পেয়েছিলেন। কিন্তু নিয়তি তাঁর জন্য অন্য ক্ষেত্র সাজিয়ে রেখেছিল।
Tap to expand
এক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন স্বীকৃতি। সেখানে দ্বিতীয় স্থান অধিকার করেন। সেই সুবাদেই প্রথমবার অভিনয়ের সুযোগ পান।
Tap to expand
মধ্যবিত্ত বাঙালি পরিবারের মেয়ে চাকরি ছেড়ে অভিনয় জগতে আসবে? এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না স্বীকৃতির কাছে। তবে তিনি গ্ল্যামার জগৎকেই বেছে নেন।
Tap to expand
২০২০ সালে 'খেলাঘর' সিরিয়ালের মাধ্যমে বাংলা টেলিভিশনে স্বীকৃতির সফর শুরু হয়। তার পর অভিনেত্রীকে দেখা যায় 'মেয়েবেলা' ধারাবাহিকের নায়িকা হিসেবে।
Tap to expand
এর পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় 'আলোর কোলে' সিরিয়ালে অভিনয় করেন স্বীকৃতি। তবে এখন নায়িকা ছুটির মেজাজে। আর সেই ছবি সোশাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। ছবি: ইনস্ট্রাগ্রাম।
Tap to expand
শিটস ক্রিক তারকা ইউজিন লেভি এবং ড্যান লেভি এবারের অনুষ্ঠানটি হোস্ট করছেন।
Published By: Suparna MajumderPosted: 06:22 PM Sep 16, 2024Updated: 08:22 PM Sep 16, 2024
একসময় ছোটপর্দায় 'খেলাঘর' বেঁধেছিলেন অভিনেত্রী।