Advertisement
২০ বছরের রেসলিং কেরিয়ারের শেষ ম্যাচে বিপক্ষের কাছে পর্যুদস্ত, জানেন কত টাকার মালিক সিনা?
রিংয়ে আর 'সত্যিই দেখা যাবে না' সিনাকে।
পেশাদার রেসলিং থেকে বিদায় নিলেন জন সিনা। WWE-র কিংবদন্তি তারকা শনিবার শেষ লড়াইয়ে নেমেছিলেন। তবে শেষ পর্যন্তই জিততে পারেননি। গ্যান্থারের বিরুদ্ধে হার দিয়েই শেষ হল সিনার ২০ বছরের রেসলিং কেরিয়ার। তবে শেষ ম্যাচের পর আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।
শেষ ম্যাচ শুরুর আগে নস্ট্যালজিক মুহূর্ত তৈরি হয়। তাঁর চিরপ্রতিদ্বন্দ্বীদের মধ্যে অনেকেই রিংয়ে উপস্থিত ছিলেন। কার্ট অ্যাঙ্গেল, মার্ক হেনরি বা রব ভ্যান ডামের সঙ্গে সিনার লড়াই নিয়ে আজও চর্চা হয়। এছাড়া উপস্থিত ছিলেন মিশেল ম্যাকুল ও ট্রিস স্ট্রস। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন দ্য রক ও কেন।
প্রথমে রিংয়ে ঢোকেন তাঁর প্রতিপক্ষ গুন্থার। দর্শকরা তাঁকে ধিক্কার জানান। আর সিনা যখন তাঁর সেই আইকনিক থিমের সঙ্গে ঢোকেন, তখন গোটা স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। কিন্তু শেষটা ভালো হল না। ট্যাপ আউট করে তিনি রিং ছাড়েন। ট্যাপ আউটের অর্থ বিপক্ষের কোনও বিশেষ প্যাঁচে পরাস্ত হয়ে আত্মসমর্পণ করা।
নিজের ২০ বছরের কেরিয়ারে কখনও ট্যাপ আউট করেননি তিনি। ৪৮ বছর বয়সি সিনার এই অবস্থা দেখে হতাশ হন ভক্তরাও। কিন্তু সিনা হতাশা প্রকাশ করেননি। ক্যামেরার দিকে তাক করে সেই বহু পরিচিত স্যালুটটি করেন। ভক্তদের থেকে যে ভালোবাসে পেয়েছেন, তার জন্য ধন্যবাদ জানান।
শেষ যুদ্ধে হেরে নিজের বুটজোড়া রিংয়ে রেখে বিদায় নেন। যেন পরবর্তী প্রজন্মের জন্য ব্যাটন পৌঁছে দেন। সংক্ষেপে বলেন, "এত বছর ধরে আপনাদের পাশে পেয়ে গর্বিত।" WWE-র এক্স হ্যান্ডল থেকে সোশাল মিডিয়ায় যে ভিডিও পোস্ট করা হয়, সেখানে সিনাকে 'গোট' বা গ্রেটেস্ট অফ অল টাইম বলা হয়।
সবচেয়ে জনপ্রিয় ছিল সিনার 'ইউ ক্যান্ট সি মি' ধরন। মুখের সামনে হাত নাড়িয়ে এই ভঙ্গি করতেন তিনি। এবার সত্যিই তাঁকে আর রিংয়ে দেখা যাবে না। তাঁর টি-শার্টে লেখা থাকত, 'নেভার গিভ আপ।' শেষ ম্যাচে হার মানলেন তিনি।
একসময় WWE তারকা নিকি বেলার সঙ্গে সম্পর্ক ছিল জন সিনার। এমনকী বাগদানও হয়ে গিয়েছিল। তবে তাঁরা বিয়ে করেননি। তার আগে এলিজাবেথ হাবারডিউয়ের সঙ্গে বিয়ে হয়েছিল। ২০২০ সালে শে সারিয়াতজাদের সঙ্গে বিয়ে হয়।
২০০২ সালে পেশাদার রেসলিং কেরিয়ার শুরু করেন সিনা। ১৪ বার চ্যাম্পিয়নশিপ, ৩ বার বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ২০১২ সালে 'মানি ইন দ্য ব্যাঙ্ক' জেতেন। এছাড়া ট্যাগ টিমেও বাতিস্তা বা শন মাইকেলসের সঙ্গে চ্যাম্পিয়ন হন।
Published By: Arpan DasPosted: 05:40 PM Dec 14, 2025Updated: 05:40 PM Dec 14, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
