Advertisement
ইউক্রেন যুদ্ধের পর এত বড় 'শাস্তি'র মুখে পড়েনি রাশিয়া, এভাবে মস্কোর কোমর ভাঙল ইউরোপীয় ইউনিয়ন!
মাথায় হাত পড়ল পুতিনের।
রাষ্ট্রসংঘ এবং একাধিক দেশের শান্তিপ্রস্তাব উড়িয়ে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ায় ইউরোপীয় ইউনিয়নের কড়া শাস্তির মুখে পড়ল রাশিয়া। কার্যত মস্কোর কোমর ভাঙার ব্যবস্থা হল। এবার রুশ কেন্দ্রীয় ব্যাঙ্কের ২২ লক্ষ কোটির সম্পত্তি অনির্দিষ্ট কালের জন্য বাজেয়াপ্ত করা হল!
২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিনের নির্দেশে ইউক্রেন আক্রমণের পরেই মস্কোর কেন্দ্রীয় ব্যাঙ্কের সম্পত্তি আটক করা হয়েছিল। এরপর ছয় মাস অন্তর ভোটাভুটির ভিত্তিতে ওই ফ্রিজের মেয়াদ বৃদ্ধি করা হচ্ছিল। চার বছর ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার শাস্তি হিসাবে এবার অনির্দিষ্ট কালের জন্য সম্পত্তি আটকে দিল ইউরোপ।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ দিন ধরেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা করছেন। ইউরোপে শান্তি ফেরাতে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপের জন্যও চাপ দিচ্ছিলেন ইউরোপীয় ইউনিয়নকে। বিশেষজ্ঞদের বক্তব্য, ট্রাম্পের চাপের জেরেই পাকপাকি ভাবে পুতিনের দেশের সম্পত্তি ফ্রিজ করা হল। এবার পুতিন কী করে সেটাই দেখার।
রাশিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্কের ২৪ হাজার ৬০০ কোটি ডলারের সম্পত্তি ইউরোপে রয়েছে। ভারতীয় মুদ্রায় ওই সম্পত্তির পরিমাণ ২২ লক্ষ কোটি টাকারও বেশি। এই সম্পত্তি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করতে কাজে লাগাতে পারে ইউরোপীয় দেশগুলি। এমনকী যুদ্ধের ক্ষত সামলাতে এই টাকা থেকে জেলেনস্কির দেশকে ঋণ দেওয়া হতে পারে।
রাশিয়ার সম্পত্তির মাধ্যমে যুদ্ধে সহায়তার জন্য ইউক্রেনকে ঋণ দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। পরিকল্পনা অনুযায়ী, রাশিয়া যুদ্ধের ক্ষতিপূরণ দিলে ইউক্রেন ইইউ-এর সেই ঋণ পরিশোধ করবে। এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আগামী ১৮ ডিসেম্বর ইউরোপের নেতারা বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে।
প্রায় চার বছর ধরে যুদ্ধ চলছে পূর্ব ইউরোপে। অভিশপ্ত যুদ্ধে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। ঘরছাড়া আরও কয়েক লক্ষ মানুষ। যুদ্ধ শুরুর পরপরই রাশিয়ার বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করেছিল আমেরিকা-সহ পশ্চিমি বিশ্ব। যদিও এরপরেও যুদ্ধ থামানোর সিদ্ধান্ত নেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে পিছু হটেনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও। আর্থিক চাপে কি কাজ হবে? উত্তর দেবে সময়।
Published By: Kishore GhoshPosted: 03:23 PM Dec 13, 2025Updated: 04:03 PM Dec 13, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
