Advertisement
বলিউডের যৌন কেলেঙ্কারি! বিতর্কে জেরবার হয়েছিলেন যে তারকারা
মায়ানগরীর গ্ল্যামারের আড়ালে অন্ধকার!
গ্ল্যামারের জৌলুসে ভরা মায়ানগরী মুম্বইয়ের সিনেদুনিয়া। এককথায় যাকে আমরা চিনি বলিউড নামে। কিন্তু আলোর রোশনাইয়ের আড়ালেই যেন উঁকি দেয় কেলেঙ্কারির অন্ধকার। কোনও কোনও তারকার কেরিয়ারই ধ্বংস করে দিয়েছে স্ক্যান্ডাল। আবার অনেকে তা সামলেও নিয়েছেন। কিন্তু আজীবনের মতো সঙ্গী হয়েছে বিতর্ক।
শাইনি আহুজা: 'গ্যাংস্টার', 'উও লমহে'র মতো ছবির মধ্যে দিয়ে নিজেকে একজন প্রতিশ্রুতিবান নায়ক হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন সাইনি আহুজা। অনেকেই মনে করেছিলেন, আর দু-তিনটি ছবি সফল হলেও 'স্টার' হয়ে উঠবেন তিনি। কিন্তু সব হিসেব উলটে দেয় ২০০৯ সাল। সেবছরই তাঁর ১৯ বছর বয়সি পরিচারিকার তোলা ধর্ষণের অভিযোগে বিদ্ধ হন অভিনেতা। থমকে যায় কেরিয়ার। গ্রেপ্তার হন তিনি। পরে দোষী সাব্যস্তও হন। পরে জামিন পেয়ে 'কামব্যাক'ও করেন। কিন্তু আর হারানো মাটি ফিরে পাননি পায়ের তলায়।
শক্তি কাপুর: ২০০৫ সাল। এক স্টিং অপারেশনে খ্যাতনামা খলনায়ক ও কমেডি অভিনেতা শক্তি কাপুর ফেঁসে যান কাস্টিং কাউচ কেলেঙ্কারিতে। ভিডিওয় দেখা গিয়েছিল একজন উচ্চাকাঙ্ক্ষী অভিনেত্রী তাঁর কাছে সুযোগ চাইছেন। বিনিময়ে তাঁকে যৌনতার প্রস্তাব দেন শক্তি। ঘুণাক্ষরেও টের পাননি যাঁর সঙ্গে কথা বলছেন তিনি একজন আন্ডারকভার রিপোর্টার। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল বলিউডে। অভিনেতা অবশ্য জানান, এই অভিযোগ সত্যি নয়। তাঁকে ফাঁসানো হচ্ছে।
আমন বর্মা: ২০০৩ সালে (কোনও কোনও সূত্রের দাবি ২০০৫) এক বেসরকারি টিভি চ্যানেলে একটি ভিডিও সম্প্রচারিত হয়। সেখানে দেখা যায় বিখ্যাত টিভি অভিনেতা আমন বর্মা এক উচ্চাকাঙ্ক্ষী অভিনেত্রীকে সুযোগ করে দেওয়ার বিনিময়ে যৌনতার প্রস্তাব দিচ্ছেন। এক্ষেত্রেও ওই অভিনেত্রী ছিলেন ছদ্মবেশী সাংবাদিক। এই ঘটনায় বড়সড় ধাক্কা খায় আমনের কেরিয়ার। তিনিও অভিযোগ অস্বীকার করেছিলেন।
নানা পাটেকর: জনপ্রিয় এই অভিনেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। তাঁর দাবি ছিল, 'হর্ন ওকে প্লিস' (২০০৮) ছবির শুটিং চলাকালীন নানা পাটেকর তাঁর যৌন হেনস্তা করেন। শুরু থেকেই অভিযোগ অস্বীকার করেন অভিনেতা। পরে ২০১৮ সালে তনুশ্রী এফআইআরও দায়ের করেছিলেন তাঁর বিরুদ্ধে। নানা ছাড়াও কোরিওগ্রাফার গণেশ আচার্য-সহ আরও তিনজনের বিরুদ্ধেও পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন তিনি। যদিও পরে আদালতে মামলা খারিজ হয়ে যায়।
অলোক নাথ: অভিনেতা হিসেবে পর্দায় তাঁর বিশেষ খ্যাতি ছিল। 'ম্যায়নে প্যার কিয়া' থেকে 'পরদেশ', ঝুলিতে ছিল বহু ছবি। কিন্তু এক লহমায় সব খ্যাতি অন্ধকারে ঢাকা পড়ে যায় প্রযোজক বিনতা নন্দা তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করায়। পরে আরও দুই অভিনেত্রী একই অভিযোগ করেন। অলোক নাথ সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তিনি পালটা বিনতার বিরুদ্ধে মানহানির মামলা করেন। আদালতে আগাম জামিনও পেয়ে যান তিনি।
Published By: Biswadip DeyPosted: 03:48 PM Dec 14, 2025Updated: 03:48 PM Dec 14, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
