Advertisement
রাস্তা যেন নদী! নিম্নচাপের বৃষ্টির দোসর ডিভিসির জল, দেখুন দক্ষিণবঙ্গের বর্ষণচিত্র
রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের বহু জেলার জনজীবন।
নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। রাতভর বৃষ্টিতে জলমগ্ন এয়ারপোর্ট থেকে উলটোডাঙা যাওয়ার রাস্তা। যানজটের গতি স্লথ। ছবি: বিধান নস্কর
পুরুলিয়ায় প্রবল বৃষ্টির কারণে বোরোর আঁকরো-রঘুনাথপুর কজওয়ের উপর দিয়ে বইছে জলরাশি। ওই রাস্তায় যাতায়াত বন্ধ। দুর্ভোগে সাধারণ মানুষজন। ছবি: সুমিত বিশ্বাস
নিম্নচাপের জেরে রাতভর বৃষ্টি। পুরুলিয়ার পাহাড়ি বান্দু নদী রীতিমতো ফুঁসছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। ছবি: সুমিত বিশ্বাস
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়গ্রামের একাধিক এলাকা। জামবনি ব্লকের চিল্কিগড়ে ডুলুং নদীর ক্রমশ বাড়ছে। তার জেরে কজওয়ে ভেসে যায়। বিচ্ছিন্ন ব্লক সদর গিধনি এবং জেলা সদর ঝাড়গ্রাম। ছবি: সুনীপা চক্রবর্তী
নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি চলছে। জল বাড়ছে জলাধারগুলিতে। এই পরিস্থিতিতে ডিভিসির থেকে জল ছাড়া শুরু হয়েছে। ছবি: শেখর চন্দ্র
বৃষ্টিতে বিপর্যস্ত হুগলি জেলার বিভিন্ন এলাকা। উত্তরপাড়া, হিন্দমোটর,কোন্নগর, শ্রীরামপুর, চুঁচুড়ার বিভিন্ন এলাকা জলমগ্ন। চুঁচুড়ার বাজার এলাকা রাস্তা জলমগ্ন। দোকানপাট বৃষ্টির জেরে বন্ধ ছিল সকালের দিকে। ছবি: সুমন করাতি
রাতভর বৃষ্টিতে জলের তলায় কোন্নগর আন্ডারপাস। কোমর সমান জল জমে সেখানে। ফলে ওই এলাকা দিয়ে যাতায়াত কার্যত বন্ধ। ছবি: সুমন করাতি
Published By: Suhrid DasPosted: 02:48 PM Jul 08, 2025Updated: 02:48 PM Jul 08, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
