Advertisement
বেঙ্গল প্রো টি টোয়েন্টির উদ্বোধনে মঞ্চ মাতালেন নুসরত, উজ্জ্বল জিৎ-রুক্মিণীও, রইল গ্যালারি
ইডেনে ম্যাচ শুরুর আগে চাঁদের হাট।
আইপিএলের ধাঁচে বাংলায় শুরু হল বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ। মঙ্গলবার থেকে শুরু হল আটটি দলের টুর্নামেন্ট।
তামিলনাড়ু, মহারাষ্ট্রের মতো একাধিক রাজ্যেই আইপিএলের মতো প্রিমিয়ার লিগ খেলা হয়। এবার সেই তালিকায় যুক্ত হল বাংলার নাম। মঙ্গলবার ইডেনে আয়োজিত হল জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনের মঞ্চ মাতালেন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা। তু ঝুটি ম্যায় মক্কর, ছোকড়ির মতো সিনেমা-ওয়েব সিরিজের পর্দায় সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম চমক ছিলেন জিৎ-রুক্মিণী। প্রথমবার জুটি বেঁধে ছবি করেছেন তাঁরা। গত সপ্তাহেই মুক্তি পেয়েছে তাঁদের ছবি ব্যুমেরাং।
বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের জন্য আলাদা করে তৈরি করা হয়েছে টসের কয়েন। পুরুষদের ম্যাচে টসের কয়েনে থাকছে দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখ। অন্যদিকে মেয়েদের খেলায় যে মুদ্রা দিয়ে টস করা হবে, সেটায় থাকবে ঝুলন গোস্বামীর মুখ।
তবে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। কারণ সপরিবারে তিনি রয়েছেন নিউ ইয়র্কে। সেই কারণেই মঙ্গলবারের উদ্বোধনে থাকতে পারেননি মহারাজ।
মঙ্গলবারের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে হারবার ডায়মন্ডস এবং সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স। এদিন প্রথমে ব্যাট করতে নেমেছে শিলিগুড়ি।
Published By: Anwesha AdhikaryPosted: 07:40 PM Jun 11, 2024Updated: 11:55 PM Jun 11, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ