রূপের আগুনে চব্বিশকে কুর্নিশ ঋতাভরীর, বছরশেষে নায়িকার ধামাকা
একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
Tap to expand
বছরশেষে 'ফাটাফাটি' ছবিতে নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিলেন ঋতাভরী চক্রবর্তী। রূপের আগুনে ২০২৪ সালকে কুর্নিশ জানালেন অভিনেত্রী।
Tap to expand
আর মাত্র কয়েকটা দিন। তারপরই নতুন বছর। শীতের এই সময়ে পার্টির মেজাজে ঋতাভরী। নায়িকার সাজেও বেশ বোল্ডনেস। যেন মায়াবী প্রেমের হাতছানি।
Tap to expand
'২০২৪-কে আরও একটা লুক দিলাম', ক্যাপশনে একথা লিখেই ছবিগুলো শেয়ার করেছেন ঋতাভরী। নায়িকার লাস্যময়ী মেজাজে মুগ্ধ অনুরাগীরা।
Tap to expand
মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন ঋতাভরী। তারপর শুরু হয় টেলিভিশনের যাত্রা। আজও বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে 'ওগো বধূ সুন্দরী' তিনি।
Tap to expand
দেবজিৎ ঘোষের 'তবুও বসন্ত'র মাধ্যমে ঋতাভরীর সিনেমার সফর শুরু হয়। তার পরের ছবিই সৃজিত মুখোপাধ্যায়ের 'চতুষ্কোণ'। তার পর আর অভিনেত্রীকে পিছনে ফিরে তাকাতে হয়নি।
Tap to expand
এখন সিনেমা বেছেই করতে ভালোবাসেন ঋতাভরী। তাই তো 'ব্রহ্মা জানের গোপন কম্মটি', 'ফাটাফাটি'র মতো সিনেমার মাধ্যমে দর্শকদের প্রশংসা আদায় করে নেন।
Tap to expand
২০২৪ অভিনেত্রীকে দিয়েছে 'বহুরূপী'র মতো সিনেমা। পরীর চরিত্রে দর্শকদের প্রশংসা আদায় করেছেন অভিনেত্রী। আগামীতে মৈনাক ভৌমিক পরিচালিত 'গৃহস্থ'তে দেখা যাবে ঋতাভরীকে। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Suparna MajumderPosted: 06:11 PM Dec 28, 2024Updated: 06:11 PM Dec 28, 2024
একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।