Advertisement
সিডনিতে 'রোকো' ম্যাজিক, গুচ্ছ রেকর্ডের মালিক রোহিত-কোহলি, দেখুন নানা মুহূর্তের ছবি
জেনে নিন কী কী রেকর্ড গড়লেন রোহিত-কোহলি।
শনিবার সিডনিতে 'রোকো'র ক্যারিশমায় অজিদের হারিয়েছে টিম ইন্ডিয়া। সেই সঙ্গে একাধিক রেকর্ডও গড়েছে ভারতীয় দল। ছবি সোশাল মিডিয়া।
ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলির রান। সর্বকালের সেরা রান স্কোরারের তালিকায় শনিবার দু'নম্বরে উঠে এলেন কোহলি। কুমার সঙ্গকারাকে ছাপিয়ে (১৪,২৩৪)। তাঁর সামনে শুধু শচীন তেন্ডুলকর (১৮, ৪২৬)। ছবি সোশাল মিডিয়া।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মার সেঞ্চুরি সংখ্যা দাঁড়াল ৯। যা যুগ্ম ভাবে শচীন তেন্ডুলকরের সঙ্গে শীর্ষে। আর কোনও ব্যাটার অজিভুমে এতগুলি সেঞ্চুরি করেননি। ছবি সোশাল মিডিয়া।
অস্ট্রেলিয়ার মাটিতে রোহিতের সেঞ্চুরি সংখ্যা দাঁড়াল ৬। অতিথি টিমের ব্যাটারদের মধ্যে আজ পর্যন্ত কেউ ছ'খানা সেঞ্চুরি অস্ট্রেলিয়ায় এসে করেননি। দু'নম্বরে যৌথ ভাবে বিরাট এবং সঙ্গকারা। দু'জনেরই সেঞ্চুরি সংখ্যা ৫। ছবি সোশাল মিডিয়া।
রান তাড়া করার সময় ওয়ান ডে ক্রিকেটে বিরাট কোহলির হাফসেঞ্চুরি সংখ্যা দাঁড়াল ৭০। যা তালিকায় এক নম্বরে। দুইয়ে শচীন। ওয়ান ডে-তে রান তাড়া করে যাঁর ৬৯-টা হাফসেঞ্চুরি রয়েছে। ছবি সোশাল মিডিয়া।
রান তাড়া করার সময় রোহিতের সেঞ্চুরি সংখ্যা দাঁড়াল ১৭। যা শচীনের সঙ্গে যুগ্ম ভাবে দ্বিতীয়। এক নম্বরে কোহলি (২৮ সেঞ্চুরি)। ছবি সোশাল মিডিয়া।
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যাটারদের মধ্যে ওয়ান ডে-তে সেঞ্চুরিকারী তালিকায় রোহিতের আগে শুধু একজন। শচীন তেণ্ডুলকর। ২০১২ সালে বাংলাদেশের বিরুদ্ধে ১১২ রান করার সময় শচীনের বয়স ছিল ৩৮ বছর ৩২৭ দিন। আর শনিবার রোহিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করলেন ৩৮ বছর ১৭৮ দিনের মাথায়। ছবি সোশাল মিডিয়া।
Published By: Subhajit MandalPosted: 08:55 AM Oct 26, 2025Updated: 08:55 AM Oct 26, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
