Advertisement
মা আসুক বিচার নিয়ে, বিদেশের মাটিতে উৎসব-প্রতিবাদে এবার অভয়াই দেবী দুর্গা
'উৎসব করব মোরা, দুর্গা মোদের তিলোত্তমা', এটাই তাঁদের মন্ত্র।
আর জি কর কাণ্ডে বিশ্বজুড়ে এখনও চলছে প্রতিবাদ। এবার দুর্গাপুজোর সঙ্গেও জুড়ে গেল আর জি কর কাণ্ড। বিদেশের মাটিতে কলকাতার অভয়াকেই মা দুর্গা রূপে পুজো করলেন প্রতিবাদীরা। ছবি মেলবোর্ন থেকে।
নয়া থিমের দুর্গাপুজোর গানে মেতে উঠেছে নিউ ইয়র্ক সিটি। প্রবাসী ভারতীয়দের সেই উৎসবের গানেও অবশ্য ছিল প্রতিবাদের রেশ। উৎসবে ফিরলেও সুবিচারের দাবিতে লড়াই চালিয়ে যেতে হবে, এটাই দুর্গাপুজোর প্রতিজ্ঞা। ছবি নিউ ইয়র্ক সিটি থেকে।
তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের প্রতিবাদ করতে প্রবাসী ভারতীয়দের দুর্গাপুজোর থিম 'অভয়া অ্যাজ দুর্গা'। তাঁদের স্লোগান, "উৎসব করব মোরা, দুর্গা মোদের তিলোত্তমা।" অর্থাৎ উৎসবে ফিরেই প্রতিবাদ জারি রাখছেন বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ভারতীয়রা। ছবি সান দিয়েগো থেকে।
অভয়াকেই দুর্গারূপে পূজার এই থিম এখনও পর্যন্ত ছড়িয়েছে বিশ্বের ১০টি দেশের ৩১টি শহরে। দেশগুলোর তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড প্রমুখ। ছবি স্টকহোম থেকে।
Published By: Anwesha AdhikaryPosted: 01:17 PM Sep 29, 2024Updated: 01:17 PM Sep 29, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ