-
- ফটো গ্যালারি
- International tiger day here are some important fact about indias tiger reserves
International Tiger Day: ছবিতে জানুন দেশের সেরা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রগুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
জেনে নিন আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালনের কারণ।
Tap to expand
প্রতি বছর ২৯ জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস বা বিশ্ব বাঘ দিবস পালন করা হয়।
Tap to expand
২০১০ সালে সেণ্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ব্যাঘ্র অভিবর্তনে এই দিবসের সূচনা হয়।
Tap to expand
বিশ্ব বাঘ দিবস পালনের মুখ্য উদ্দেশ্য বাঘের প্রাকৃতিক আবাস রক্ষা করা এবং বাঘ সংরক্ষণের জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা।
Tap to expand
এ তো নয় গেল আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসের কথা। এবার বরং দেশের বেশ কয়েকটি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র সম্পর্কে জেনে নেওয়া যাক।
Tap to expand
UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ তকমাপ্রাপ্ত অসমের মানস ন্যাশনাল পার্ক। ৩৯ হাজার ১০০ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত।
Tap to expand
১.১৩৪ বর্গ কিলোমিটার জায়গাজুড়ে বিস্তৃত রাজস্থানের রণথম্বোর টাইগার রিজার্ভ। দেশের অন্যতম বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র এটি।
Tap to expand
সবচেয়ে বেশি সংখ্যক রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে ৮২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত মধ্যপ্রদেশের বান্ধবনগর টাইগার রিজার্ভে। কানহা টাইগার রিজার্ভেও ভিড় জমান বহু পর্যটক।
Tap to expand
পশ্চিমঘাট পর্বতমালার উপর অবস্থিত কেরলের পেরিয়ার টাইগার রিজার্ভও বাঘেদের নিরাপদ আস্তানা।
Tap to expand
উত্তরাখণ্ডের জিম করবেট টাইগার রিজার্ভ সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। ৫০০ বর্গ ফুট এলাকাজুড়ে বাঘ ছাড়াও ৫০০ রকমের পাখি এবং ৭ রকমের উভচর প্রাণী রয়েছে সেখানে।
Tap to expand
১৯৭৪ সালে তৈরি হয় কর্ণাটকের বান্দিপুর টাইগার রিজার্ভ। বাঘপ্রেমী পর্যটকদের আদর্শ ঠিকানা।
Tap to expand
রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে বহু মানুষ প্রতি বছর ভিড় জমান ওয়ার্ল্ড হেরিটেজ তকমাপ্রাপ্ত ম্যানগ্রোভে ঘেরা সুন্দরবনে।
Published By: Sayani SenPosted: 06:34 PM Jul 29, 2021Updated: 07:02 PM Jul 29, 2021
জেনে নিন আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালনের কারণ।