Advertisement
International Tiger Day: ছবিতে জানুন দেশের সেরা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রগুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
জেনে নিন আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালনের কারণ।
বিশ্ব বাঘ দিবস পালনের মুখ্য উদ্দেশ্য বাঘের প্রাকৃতিক আবাস রক্ষা করা এবং বাঘ সংরক্ষণের জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা।
এ তো নয় গেল আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসের কথা। এবার বরং দেশের বেশ কয়েকটি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র সম্পর্কে জেনে নেওয়া যাক।
UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ তকমাপ্রাপ্ত অসমের মানস ন্যাশনাল পার্ক। ৩৯ হাজার ১০০ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত।
১.১৩৪ বর্গ কিলোমিটার জায়গাজুড়ে বিস্তৃত রাজস্থানের রণথম্বোর টাইগার রিজার্ভ। দেশের অন্যতম বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র এটি।
সবচেয়ে বেশি সংখ্যক রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে ৮২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত মধ্যপ্রদেশের বান্ধবনগর টাইগার রিজার্ভে। কানহা টাইগার রিজার্ভেও ভিড় জমান বহু পর্যটক।
Published By: Sayani SenPosted: 06:34 PM Jul 29, 2021Updated: 07:02 PM Jul 29, 2021
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ