shono
Advertisement
Poonam Gupta

এক দশকে প্রথমবার মহিলা ডেপুটি গভর্নর পেল রিজার্ভ ব্যাঙ্ক, কে এই পুনম গুপ্তা?

একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের একাধিক দায়িত্বও সামলাবেন পুনম।
Published By: Subhajit MandalPosted: 09:21 PM Apr 02, 2025Updated: 09:39 PM Apr 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক দশকে প্রথমবার। মহিলা ডেপুটি গভর্নর পেল রিজার্ভ ব্যাঙ্ক। দেশের শীর্ষ ব্যাঙ্কের গভর্নর পদে যোগ দিচ্ছেন পুনম গুপ্তা। এই মুহূর্তে গোটা বিশ্বের নামী অর্থনীতিবিদদের মধ্যে অন্যতম পুনম, একাধারে কেন্দ্রীয় সরকারের একাধিক দায়িত্বও সামলাবেন।

Advertisement

চলতি বছর জানুয়ারি মাসেই রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর পদ থেকে অবসর নেন মাইকেল পাত্র। তাঁর জায়গায় ডেপুটি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেবে পুনম। অর্থনীতির ক্ষেত্রে প্রায় কুড়ি বছর সুনামের সঙ্গে কাজ করেছেন পুনম। রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি কমিটির পরবর্তী বৈঠকে যোগ দেবেন পুনম। ওই বৈঠকে নীতি নির্ধারণ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে পারে শীর্ষ ব্যাঙ্ক।

কে এই পুনম গুপ্ত?
এই মুহূর্তে ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লয়েড ইকোনমিক রিসার্চের শীর্ষ পদে রয়েছেন পুণম।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আর্থিক উপদেষ্টা কমিটির সদস্য তিনি। একই সঙ্গে ষোড়শ অর্থ কমিশনের উপদেষ্টা পরিষদেরও সদস্য ছিলেন পুনম।
একাধিক কলেজ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপনা করেছেন তিনি। এর মধ্যে দিল্লি স্কুল অফ ইকোনমিক্স, ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের মতো প্রতিষ্ঠান।
বিশ্ব ব্যাঙ্কের দুটি উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন পুনম। একটি দারিদ্র বিষয়ক এবং অপরটি বিশ্ব উন্নয়ন রিপোর্ট বিষয়ক।
ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড থেকেই ডক্টরেট ডিগ্রি পেয়েছেন তিনি। মোট তিনটি প্রতিষ্ঠান থেকে অর্থনীতিতে মাস্টার ডিগ্রি পেয়েছেন পুনম।

এমন এক সময় পুনম রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর নিযুক্ত হলেন, যখন রিজার্ভ ব্যাঙ্ককে কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। সেই কঠিন সময়ে পুনমের উপরই আস্থা রাখল কেন্দ্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক দশকে প্রথমবার। মহিলা ডেপুটি গভর্নর পেল রিজার্ভ ব্যাঙ্ক।
  • দেশের শীর্ষ ব্যাঙ্কের গভর্নর পদে যোগ দিচ্ছেন পুনম গুপ্তা।
  • এই মুহূর্তে গোটা বিশ্বের নামী অর্থনীতিবিদদের মধ্যে অন্যতম পুনম, একাধারে কেন্দ্রীয় সরকারের একাধিক দায়িত্বও সামলাবেন।
Advertisement