Advertisement
'আমার মতে, তোর মতো কেউ নেই', বোন খুশির 'বোল্ড' ছবি দেখে সার্টিফিকেট জাহ্নবীর
শ্রীদেবীকন্যার ফটোশুটে বুঁদ নেটপাড়া। দেখেছেন?
বছর দুয়েক আগেই গ্ল্যামার দুনিয়ায় পা রেখেছেন শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর। সম্প্রতি ইব্রাহিম আলি খানের বিপরীতে 'নাদানিয়া' সিনেমায় অভিনয় করেছেন।
তবে সেই ছবি নিয়ে কম কটাক্ষের শিকার হতে হচ্ছে না খুশি কাপুরকে। লাগাতার সোশাল মিডিয়ার আতসকাচে তিনি। শুনতে হচ্ছে, 'নেপোকিড' কটাক্ষও।
নিন্দে-সমালোচনা যতই হোক, খুশি রয়েছেন নিজের জগতে মেতে। সম্প্রতি সোশাল মিডিয়ায় সোনালি গাউন পরা ফটোশুটের ছবি শেয়ার করেছেন। আর সেটা দেখেই তাঁর রূপের আগুনেই পুড়ছে নেটপাড়া!
Published By: Sandipta BhanjaPosted: 09:04 PM Mar 20, 2025Updated: 09:04 PM Mar 20, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ