Advertisement
২৮৬ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে সুনীতা, উচ্ছ্বসিত ভারত, রইল ব্যোমযাত্রীর ডায়রি
গত ১৬ মার্চ সুনীতাদের ফেরাতে নাসার স্পেসএক্স ক্রু-১০ পৌঁছায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে।
আট দিনের মহাকাশ সফর দীর্ঘায়িত হল নয় মাসে। ভারতীয় সময় বুধবার ভোর সাড়ে তিনটে নাগাদ পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর সুনীতা উইলিয়ামস।
গবেষণার জন্য ২০২৪ সালের ৫ জুন সুনীতারা পৌঁছান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। মহাকাশযানে বড়সড় গোলমালের কারণে ফিরতে সময় লাগল ২৮৬ দিন!
হাজার বিঘ্ন কাটিয়ে গত ১৬ মার্চ সুনীতাদের ফেরাতে নাসার স্পেসএক্স ক্রু-১০ পৌঁছায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে।
দীর্ঘ নয় মাসের অপেক্ষার অবসান হয় ১৮ মার্চ। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থেকে যাওয়া সাত নভশ্চরকে বিদায় জানিয়ে ফেরার যাত্রা করেন সুনীতারা।
কল্পনা চাওলার কথা মনে করে শঙ্কিত ছিল গোটা বিশ্ব। যদিও আঠারো ঘণ্টার কঠিন যাত্রা শেষে নির্বিঘ্নে ফ্লোরিডার জলে নামল সুনীতাদের প্যারাসুট।
Published By: Kishore GhoshPosted: 03:32 PM Mar 19, 2025Updated: 03:37 PM Mar 19, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ