সৈকতে জেনিফার পড়ন্ত বেলার রূপকথা
বিপাশা বসুর আগে এই অভিনেত্রীকেই বিয়ে করেছিলেন করণ সিং গ্রোভার।
Tap to expand
পড়ন্ত বিকেলের রূপই আলাদা। আর তা যদি হয় সমুদ্র সৈকতে। তাহলে যেন এক আনমনা রূপকথা তৈরি হয়। ঠিক যেমন জেনিফার উইঙ্গেটের এই ছবি।
Tap to expand
ছুটির মেজাজে ক্যামেরাবন্দি হিন্দি টেলিভিশন এবং ওয়েব সিরিজের জনপ্রিয় অভিনেত্রী। শুটিংয়ের মাঝে সময় পেলেই বেড়াতে বেরিয়ে পড়েন। সৈকত তাঁর বেশ পছন্দের।
Tap to expand
মুম্বইয়ে জন্ম জেনিফারের। সেখানেই বড় হয়ে ওঠা। অভিনেত্রীর মা পাঞ্জাবি, বাবা মহারাষ্ট্রের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ।
Tap to expand
ছোটবেলাতেই জেনিফারের অভিনয়ে হাতেখড়ি। শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন 'আকেলে হাম আকেলে তুম' সিনেমা ও 'শাকা লাকা বুম বুম' সিরিয়ালে।
Tap to expand
'কসৌটি জিন্দেগি কে', 'সঙ্গম' সিরিয়ালে নায়িকা হিসেবে কাজ করেন জেনিফার। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান 'দিল মিল গ্যায়ে' সিরিয়ালের ডা. ঋধিমা গুপ্তা হয়ে। একতা কাপুরের 'কোড এম' সিরিজে মেজর মনিকার চরিত্রে অভিনয় করেন তিনি।
Tap to expand
'দিল মিল গ্যায়ে' সিরিয়ালেই জেনিফারের নায়ক ছিলেন করণ সিং গ্রোভার। ২০১২ সালে করণের সঙ্গে জেনিফারের বিয়ে হয়। ২০১৪ সালের নভেম্বর মাসে দুজনের বিচ্ছেদ। ২০১৬ সালে বিপাশা বসুকে বিয়ে করেন করণ। জেনিফার এখনও নিজেকে সিঙ্গল বলেই দাবি করেন। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Suparna MajumderPosted: 08:34 PM Oct 14, 2024Updated: 08:41 PM Oct 14, 2024
বিপাশা বসুর আগে এই অভিনেত্রীকেই বিয়ে করেছিলেন করণ সিং গ্রোভার।