Advertisement
কপিল শর্মার নতুন ক্যাফে যেন রূপকথার দুনিয়া, দেখে নিন মেনু থেকে অন্দরসজ্জা
কপিল শর্মার নতুন ক্যাফে কেমন সেজেছে দেখে নিন।
স্ত্রী গিন্নি চাতারথ ও কপিল যৌথভাবে কানাডার সারে শহরে খুলেছেন সম্প্রতি এক ক্যাফে। নাম দিয়েছেন 'ক্যাপস ক্যাফে'।
এবার কানাডার বুকে এই ক্যাফের উদ্বোধন পর্ব সেরে মেনু থেকে অন্দরসজ্জার ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নিলেন কপিল ও গিন্নি তাঁদের ক্যাফের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে।
মেনু থেকে ক্যাফের অন্দরসজ্জা সবটাই ভীষণ নজরকাড়া। গোলাপি ও সাদা রঙের থিমে সেজেছে কপিল ও গিন্নির এই ক্যাফে। দেখে মনে হবে যেন কোনও রূপকথার রাজ্য।
Published By: Arani BhattacharyaPosted: 04:15 PM Jul 06, 2025Updated: 04:15 PM Jul 06, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
