Advertisement
ভিভোর নয়া মডেল লঞ্চে কোয়েল, গ্রাহকদের জন্য নজরকাড়া ইভেন্ট খোসলা ইলেকট্রনিক্সের
পূর্বভারতে এমন উদ্যোগ এই প্রথম।
পূর্বভারতে এই প্রথমবার খোসলা ইলেকট্রনিক্স ভিভোর ফ্ল্যাগশিপ মডেল X200 FE এবং X Fold 5 লঞ্চ করল। অনুষ্ঠানের মুখ্য আকর্ষণে ছিলেন টলি ক্যুইন কোয়েল মল্লিক। ভিভো ইন্ডিয়ার সহযোগিতায় খোসলা ইলেকট্রনিক্স তার গ্রাহকদের জন্য প্রথম দিনেই নতুন মডেল সংগ্রহের সুযোগ করে দিল।
ইভেন্টটিতে ভিভোর গ্রাহকদের জন্য ছিল খোসলার আউটলেটে দারুণ সব সুযোগ। অভিনেত্রী কোয়েল মল্লিকের হাত থেকে প্রথম ২০জন ক্রেতা ভিভোর এই নতুন স্মার্টফোন হাতে পাওয়ার সুযোগ পেলেন।
ভারতে লঞ্চ হওয়া ভিভোর এই দুটি ফ্ল্যাগশিপ মডেল পশ্চিমবঙ্গের গ্রাহকদের জন্য সরাসরি সুযোগ করে দিচ্ছে খোসলা ইলেকট্রনিক্স। ভিভো ইন্ডিয়ার জন্য পশ্চিমবঙ্গে রিটেল ব্র্যান্ড হিসেবে শুধুমাত্র গ্রাহকের কথা ভেবে খোসলার এই মোবাইল লঞ্চ ইভেন্ট সকলের নজর কেড়েছে।
এই অনুষ্ঠানে ভিভো ইন্ডিয়ার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেলস ডিজিএম (পশ্চিমবঙ্গ ও আন্দামান) ভাস্কর সেনগুপ্ত।
Published By: Buddhadeb HalderPosted: 07:21 PM Jul 25, 2025Updated: 07:21 PM Jul 25, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
