Advertisement
KIFF: অনুষ্ঠানের মাঝেই সাবিত্রীকে নিজে হাতে জল দিলেন, 'মমতাময়ী' মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া
ক্যামেরাবন্দি KIFF-এর উদ্বোধনী অনুষ্ঠানের নানা রঙিন মুহূর্ত, দেখুন অ্যালবাম।
বুধবার ধনধান্য অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হল ৩০তম কলকাতা ফিল্মোৎসবের। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে হাজির সিংহভাগ টলিউড।
KIFF-এর উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চেই নানা মুডে ধরা দিলেন মুখ্যমন্ত্রী। কখনও শত ব্যস্ততার মাঝে প্রবীণ অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়কে নিজে হাতে জল দেওয়া থেকে আবার কখনও দেব-রুক্মিণীর উত্তরীয় বদল করা। ক্যামেরাবন্দি নানা রঙিন মুহূর্ত।
দেব-রুক্মিণীর মালাবদলের পালা দেখার অপেক্ষায় তীর্থের কাকের দশা অনুরাগীদের। তবে এবার ভক্তদের ‘দুধের স্বাদ ঘোলে মেটালেন’ খোদ মুখ্যমন্ত্রী! তাও আবার আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে। রুক্মিণীর পরানো সংবর্ধনার উত্তরীয় দেবের গলায় পরিয়ে দিলেন মমতা।
শত্রুঘ্ন সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায়দের পাশে নিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে KIFF-এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে ছিলেন তারকা সাংসদ দেবও।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা ছবির তারকা, কলাকুশলীদের উৎসাহ জোগানোর পাশাপাশি বিশ্ব সিনেমার মানচিত্রে টলিউডের প্রতিভাদের তুলে ধরার কথাও বললেন ‘দিদি’। ধরা দিলেন ‘টলিউডের অভিভাবক’ হিসেবে।
৩০তম আন্তর্জাতিক কলকাতা উৎসবে হ্যাটট্রিক করে ফেললেন সৌরভ গঙ্গোপাধ্যায় । এই নিয়ে তৃতীয়বার ফিল্মোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি। আর সেখানেই বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডরের মুখে মমতাস্তুতি। বক্তৃতাতর শুরুতেই মহারাজ বললেন, “দিদি সবার খেয়াল রাখে।”
আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে যিশু সেনগুপ্ত এবং জুন মালিয়া। মুখ্যমন্ত্রীর লেখা গানে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে শোনা গেল, আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের থিম সং।
Published By: Sandipta BhanjaPosted: 08:59 PM Dec 04, 2024Updated: 09:36 PM Dec 04, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
