Advertisement
সাসপেন্ড করেছে PSG, আগামী মরশুমেই নতুন ক্লাব! সব ভুলে সৌদিতে ছুটিতে বুঁদ মেসি
লিওর সঙ্গে খোশমেজাজে তাঁর পরিবার, দেখুন ছবি।
মেসির সঙ্গে রয়েছেন স্ত্রী অ্যান্তনেলা এবং দুই সন্তান। সৌদির সৌন্দর্য তারিয়ে তারিয়ে উপভোগ করছেন মেসিরা।
না জানিয়ে ছুটি কাটাতে যাওয়ায় লিওকে দু'ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে ক্লাব কর্তৃপক্ষের তরফে। সেটা মেসির প্রতিনিধিদের জানিয়েও দিয়েছে।
মরশুম শেষেই হয়তো পিএসজিকে বিদায় জানাবেন বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা। তাঁর বার্সেলোনায় প্রত্যাবর্তনেরও গুঞ্জনও শোনা গিয়েছে।
Published By: Subhajit MandalPosted: 08:41 PM May 03, 2023Updated: 08:41 PM May 03, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
