Advertisement
ইনস্টাগ্রামে মালামাল! এক পোস্টেই কোটি কোটি টাকা আয় রোনাল্ডো-কোহলিদের, কার দর কত?
আর কারা ইনস্টাগ্রামে একটি পোস্টেই কোটি কোটি টাকা আয় করেন?
সোশাল মিডিয়া মানে এখন আর শুধু বিনোদন নয়। টাকা উপার্জনের মাধ্যমও বটে। এক-একটা পোস্টে কোটি কোটি টাকা আয় করেন সেলিব্রিটিরা। বিশেষ করে ইনস্টাগ্রামে। একটি পোস্টে সবচেয়ে বেশি আয় করা সেলিব্রিটি কারা?
নিজেদের ব্যক্তিগত জীবন ইনস্টায় ভাগ করে নেন তারকারা। আবার ব্র্যান্ডের বিজ্ঞাপনও করেন। একনজরে দেখে নেওয়া যাক ইনস্টাগ্রামের 'বাজারে' কাদের দর কত? কোন ভারতীয় আছেন এই তালিকায়?
সবার আগে নাম আসবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ফুটবল জগতের অন্যতম 'গোট' রোনাল্ডোর ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা সবচেয়ে বেশি। তার মোট ফলোয়ার সংখ্যা ৬৬৫ মিলিয়ন, অর্থাৎ ৬৬.৫ কোটি। এবং একটি পোস্টে তিনি আয় করেন ৩.৪ মিলিয়ন ডলার অর্থাৎ ৩০ কোটি টাকা।
কিছুটা পিছিয়ে আছেন আরেক 'গোট' লিওনেল মেসি। তাঁর ফলোয়ার সংখ্যা ৫০ কোটি। রিপোর্ট অনুযায়ী, একটি পোস্টে আর্জেন্তিনীয় ফুটবল তারকার আয় ২৪ কোটি টাকা।
দুই ক্রীড়াব্যক্তিত্বর পর রয়েছেন পপ গায়িকা সেলেনা গোমেজ। আমেরিকার ৩৩ বছর বয়সি সুন্দরীর মোট ফলোয়ার প্রায় ৪২ কোটি। আর এক-একটি পোস্টে তাঁর আয় ২২ কোটি টাকা।
প্রায় একই রকম আয় করেন কাইলি জেনার। আমেরিকার মডেলের ফলোয়ার ৩৯ কোটি। ইনস্টাগ্রামে উষ্ণতা ছড়াতে তাঁর জুড়ি মেলা ভার। নিজস্ব ব্যবসাও আছে। আর ইনস্টায় একটি পোস্টে আয় করেন ২০ কোটি টাকা।
সোশাল মিডিয়ায় পরিচিত মুখ ডোয়েন জনসন। অবশ্য আরেকটা নামেও পরিচিত আমেরিকার অভিনেতা ও পেশাদার কুস্তিগির। তা হল 'দ্য রক।' ইনস্টায় ফলোয়ার ৩৯ কোটি। আর তাঁরও এক-একটি পোস্টে আয় ২০ কোটি টাকা।
নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী-গায়িকা আরিয়ানা গ্রান্ডে। আমেরিকার ৩২ বছর বয়সি তারকার ইনস্টাগ্রাম ফলোয়ার ৩৭ কোটি। সেখানে এক-একটি পোস্টে তিনি পান ১৯ কোটি টাকা।
এরপর আছেন আরেক আমেরিকান গায়িকা। তিনি বিয়োন্সে। ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ৩০ কোটি। একটি পোস্টে আয় করেন ১৭ কোটি টাকা।
Published By: Arpan DasPosted: 05:07 PM Jan 18, 2026Updated: 05:07 PM Jan 18, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
