Advertisement
তারকারা যখন ব্যবসায়ী! কার কোন ব্র্যান্ড, রোজগারই বা কত?
হৃতিক থেকে কৃতী, অনেকেই কোনও না কোনও স্টার্টআপ প্রতিষ্ঠা করেছেন।
যুগ বদলেছে। আর সেই বদলের হাওয়া বলিউডে পৌঁছবে না তা কি হয়? এদেশে স্টার্টআপ অর্থনীতির প্রাণবন্ত চেহারা বুঝিয়ে দিচ্ছে বিনিয়োগ আসছে ঝড়ের গতিতে। ফলে পিছিয়ে নেই তারকারাও। হৃতিক থেকে কৃতী, অনেকেই কোনও না কোনও স্টার্টআপ প্রতিষ্ঠা করেছেন। কারও আবার উল্লেখযোগ্য অংশীদারিত্ব রয়েছে। দেখে নেওয়া যাক তালিকা।
সলমন খান: 'ভাইজান'-এর 'বিয়িং হিউম্যান'-এর কথা সকলেরই জানা। এই নামের ক্যাজুয়াল ব্র্যান্ড তিনি চালু করেন নিজস্ব দাতব্য ট্রাস্টের মাধ্যমে। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এই ট্রাস্টটি ফ্যাশন এবং জনসেবামূলক কাজের এক অনন্য সমন্বয়। যার আয় শিক্ষা ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রে সহায়তায় ব্যবহৃত হয়।
হৃতিক রোশন: হৃতিক রোশনের প্রধান ব্র্যান্ড HRX। এটি একটি ফিটনেস এবং লাইফস্টাইল ব্র্যান্ড, যা পোশাক, অ্যাক্সেসরিজ এবং পারফরম্যান্স-ভিত্তিক পণ্যের জন্য বিখ্যাত। এই ব্র্যান্ডের 'ভ্যালুয়েশন' ৭ হাজার ৩০০ কোটি টাকা।
শ্রদ্ধা কাপুর: শ্রদ্ধা কাপুরের প্রধান ব্র্যান্ড পালমোনাস। যা একটি সেমি-ফাইন জুয়েলারি ব্র্যান্ড। প্রসঙ্গত, এই ধরনের গয়না উচ্চমানের, অথচ দাম অনেক কম। শক্তিকন্যার এই সাশ্রয়ী, জলরোধী গয়নার ব্র্যান্ড রীতিমতো সফল। এর 'ভ্যালুয়েশন' ১ হাজার ৬০০ কোটি টাকা থেকে ১ হাজার ৮০০ কোটি টাকা।
রণবীর সিং: 'ধুরন্ধর' অভিনেতা রণবীর সিংয়েরও রয়েছে নিজস্ব ব্র্যান্ড। 'সুপারইউ' নামে একটি প্রোটিন সমৃদ্ধ স্ন্যাক ও সাপ্লিমেন্ট সংস্থার মালিক তিনি। এর 'ভ্যালুয়েশন' ৫৭৫ কোটি টাকা।
কৃতী শ্যানন: যত সময় যাচ্ছে বলিউডে তত ভিত মজবুত হচ্ছে এই অভিনেত্রীর। তবে এরই পাশাপাশি রয়েছে তাঁর স্কিন কেয়ার অ্যান্ড বিউটি ব্র্যান্ড 'হাইফেন'। তিনি এর সহ-প্রতিষ্ঠাতা। যার 'ভ্যালুয়েশন' ৪০০ কোটি টাকা। নিজের জন্মদিনে এই ব্র্যান্ডটি বাজারজাত করেন কৃতী। তারপর থেকে দ্রুত ভারতে একটি শক্তিশালী স্কিনকেয়ার ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে এই ব্র্যান্ড।
ক্যাটরিনা কাইফ: এই মুহূর্তে রুপোলি পর্দা থেকে দূরে রয়েছেন ক্যাটরিনা। শেষবার তাঁকে দেখা গিয়েছিল 'মেরি ক্রিসমাস' ছবিতে। আপাতত সদ্যোজাত সন্তানকে নিয়েই ব্যস্ত তিনি। তবে তিনিও কিন্তু রয়েছেন নিজস্ব ব্র্যান্ডের জগতে। যার নাম 'কে বিউটি'। এটি একটি মেকআপ ব্র্যান্ড। যার 'ভ্যালুয়েশন' ৩৫০ কোটি টাকা।
আলিয়া ভাট: আলিয়া ভাটের নিজস্ব ব্র্যান্ড 'Ed-a-Mamma'। শিশুদের জন্য কম দামে ভালো মানের পোশাক তৈরিই তাঁর লক্ষ্য। যা নবজাতকদের জন্য আরামদায়ক হবে। মূলত শিশুদের পোশাক দিয়ে শুরু হলেও এখন বেবিকেয়ার পণ্যও তৈরি করে আলিয়ার এই সংস্থা। যার 'গ্রস সেলস' ৩০০-৩৫০ কোটি টাকা।
মন্দিরে মন্দিরে এ দিন ভক্তের ঢল নামে। সূর্য পুজো ও শিবের উপাসনা করলে দারুণ ফল পাওয়া যায়। এদিন তিল ও গুড় খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। আয়ুর্বেদ মতে, শীতের শেষে শরীরের তাপ ধরে রাখতে তিল সাহায্য করে। আধ্যাত্মিক ভাবে এটি ধৈর্য ও মিষ্টভাষের প্রতীক হিসেবে ধরা হয়। ছবি: কৌশিক দত্ত
Published By: Biswadip DeyPosted: 05:57 PM Jan 14, 2026Updated: 09:32 PM Jan 14, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
