Advertisement
অভিনেত্রী প্রেমিকাকে 'ধোঁকা', লোকাল ট্রেনে প্রপোজ! জন্মদিনে ফিরে দেখা কপিলের লাভ লাইফ
কপিলের প্রথম প্রেমিকা কে চেনেন?
ভারতীয় ক্রিকেটের অন্যতম পথিকৃৎ। তাঁর হাত ধরেই দেশের প্রথম বিশ্বজয়। দেশের ক্রিকেটকে জনপ্রিয়তার শীর্ষে তুলে আনার নেপথ্যেও তিনি। কপিলদেবের ক্রিকেটীয় সাফল্য সম্পর্কে হাজারো কথা লেখা যায়। কিংবদন্তির জন্মদিনে ফিরে দেখা যাক তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে।
১৯৮০ সালে রোমি ভাটিয়াকে বিয়ে করেন কপিল। প্রায় ৪৫ বছর ধরে অটুট তাঁদের দাম্পত্য। কপিল রোমির এক সন্তানও রয়েছে। আসলে রোমি বরাবরই কপিলের পাশে থেকেছেন। তাঁর সাপোর্ট সিস্টেম হিসাবে কাজ করেছে।
তবে রোমির আগেও কপিলের একাধিক সম্পর্ক নিয়ে প্রচুর গুঞ্জন ছড়িয়েছে। বলিউডের একাধিক অভিনেত্রীর সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। তবে কপিলের প্রেমিকাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী সারিকা ঠাকুর।
সাতের দশকের শেষের দিকে সারিকার সঙ্গে কপিলের প্রেম নিয়ে প্রচুর গুঞ্জন শোনা গিয়েছে। সেসময় নাকি বিশেষ রাখঢাক না করে প্রকাশ্যেই সারিকার সঙ্গে প্রেম করতেন ভারতীয় দলের অধিনায়ক।
এমনকী তাঁকে বিয়ে করার ব্যাপারেও মনস্থ করেছিলেন। অভিনেত্রীকে নিজের মা-বাবার সঙ্গেও পরিচয় করিয়ে দেন কপিল। কিন্তু তারপরই রাতারাতি তাঁদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কেন? কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি কারও তরফেই। শোনা যায়, কপিল নাকি আর অভিনেত্রীকে বিয়ে করতে চাননি।
এরপরই তাঁর জীবনে চলে আসেন রোমি। ক্রমে কপিলের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে যান তিনি। তাঁদের মাঝে মাঝেই একসঙ্গে দেখা যেতে থাকে। ১৯৭৯ সালে কপিলের প্রথম সেঞ্চুরিরও সাক্ষী ছিলেন তিনি।
এরপরই প্রেমিকাকে প্রপোজ করেন কপিল। তবে কোনও জাঁকজমক আয়োজনে নয়। কপিল প্রেমিকাকে প্রেমপ্রস্তাব দিয়েছিলেন লোকাল ট্রেনে। তাতে নাকি খুব খুশিও হন কপিল। এ হেন তারকা ক্রিকেটারের এই সরল মানসিকতা চমকে দেয় তাঁকে।
Published By: Subhajit MandalPosted: 05:14 PM Jan 06, 2026Updated: 05:15 PM Jan 06, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
