Advertisement
বেকহ্যাম পরিবারে আরও বড় ফাটল, মা-বাবাকে কড়া আইনি নোটিস বড় ছেলের, কিন্তু কেন?
সরাসরি আইনজীবীর মাধ্যমে কথা বলবেন তিনি।
বেকহ্যামের পরিবারে আরও বড় ফাটল। ডেভিড বেকহ্যাম এবং ভিক্টোরিয়া বেকহ্যামকে এবার আইনি নোটিস পাঠালেন তাঁদের জ্যেষ্ঠপুত্র ব্রুকলিন। এই বার্তা থেকেই পরিষ্কার, কোনওরকম ব্যক্তিগত সম্পর্ক নয়, সরাসরি আইনজীবীর মাধ্যমেই কথা বলবেন তিনি।
মাস খানেক আগে থেকেই তাঁদের সম্পর্কে বেড়েছে তিক্ততাও। পারিবারিক ফাটলের ছবি স্পষ্ট ছিল সোশাল মিডিয়াতেও। বড় ছেলে আনফলো করে দেন বেকহ্যাম দম্পতিকে। সকালে ঘুম থেকে উঠেই তারকাদম্পতি আবিষ্কার করেন, ইনস্টাগ্রামে তাঁদের ব্লক করে দিয়েছেন ব্রুকলিন। শুধু তাই নয়, ভাই রোমারিও এবং ক্রুজকেও ব্রুকলিন পাঠান ব্লক লিস্টে।
কিন্তু এবার ফাটল আরও গভীরে। ব্রুকলিনের পাঠানো আইনি নোটিস অন্তত সে কথাই বলছে। ঘটনাচক্রে সম্প্রতি ব্রুকলিন তাঁর রোস্ট করা মুরগির ভিডিও পোস্ট করেন। সেটি অবশ্য লাইক করেছিলেন ভিক্টোরিয়া। তার পরেই এই আইনি নোটিস।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত বছরের শেষ দিকে বাবা-মাকে আইনি চিঠি পাঠিয়েছিলেন ব্রুকলিন। সেখানে সাফ বলে দেওয়া হয়েছে, সোশাল মিডিয়ায় কোনও পোস্ট, ট্যাগ নয়। তিনি চান, ভবিষ্যতে সমস্ত রকম যোগাযোগ যেন আইনজীবীর মাধ্যমেই হয়।
স্ত্রী নিকোলা পেল্টজের সঙ্গে আগেই বিচ্ছেদ হয়েছে ব্রুকলিনের। বিয়ের পর শ্বশুর-শাশুড়ির সঙ্গে নানা বিষয়ে মতবিরোধ শুরু হয় নিকোলার। জানা যায়, কিংবদন্তি ফুটবলারের পরিবারে ফাটলের কেন্দ্রে এই মতানৈক্যই।
পরিস্থিতি যখন প্রায় হাতের বাইরে চলে যাচ্ছে, সেই সময় ব্রুকলিন-নিকোলার সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন ব্রুকলিন-নিকোলার। তাতে অবশ্য লাভ হয়নি।
Published By: Prasenjit DuttaPosted: 10:01 PM Jan 09, 2026Updated: 10:01 PM Jan 09, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
