বিকিনি-কোট আর হাই হিল, ক্যামেরার সামনে বিন্দাস মালাইকা
বলিউডের ‘ছাঁইয়া ছাঁইয়া গার্ল’ যখনই ক্যামেরার সামনে আসেন মন্ত্রমুগ্ধ করে দেন।
Tap to expand
বয়সের কথা মালাইকা অরোরার ক্ষেত্রে না বলাই ভালো। বলিউডের ‘ছাঁইয়া ছাঁইয়া গার্ল’ যখনই ক্যামেরার সামনে আসেন মন্ত্রমুগ্ধ করে দেন। এবারও তার ব্যতিক্রম হল না।
Tap to expand
এক ম্যাগাজিনের জন্য মালাইকার এই স্পেশাল ফটোশুট। তারকাকে সাজিয়েছেন আস্থা শর্মা এবং মনীষা ছানাং শাহ। ছবি তুলেছেন অভিত গিদওয়ানি।
Tap to expand
গত কয়েকটা দিন মালাইকার জীবনে দুঃস্বপ্নের মতো কেটেছে। সেপ্টেম্বর মাসে আত্মঘাতী হন অভিনেত্রীর বাবা অনিল অরোরা। শোনা গিয়েছে, মুম্বইয়ের বান্দ্রা এলাকার ৬ তলা বিল্ডিং থেকে ঝাঁপ দেন তিনি।
Tap to expand
শোনা যাচ্ছে, বহুদিন ধরে অসুস্থ ছিলেন মালাইকার বাবা। সেই কারণেই কি এই পদক্ষেপ? প্রশ্নের উত্তর মেলেনি। তবে বাবার আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছিলেন মালাইকা। ধীরে ধীরে নিজেকে সামলেছেন।
Tap to expand
আবারও কাজ শুরু করে দিয়েছেন মালাইকা। ক্যামেরার সামনে বরাবর বিন্দাস অভিনেত্রী। এবার সমুদ্রের ধারে ছড়ালেন উষ্ণতা।
Tap to expand
কেরিয়ারের শুরুর দিকেই সলমন খানের ভাই আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা। প্রায় দুই দশকের সেই বিয়ে ভাঙে ২০১৬ সালে। ২০১৭ সালে দুজনের ডিভোর্স হয়। দুজনের এক ছেলেও রয়েছে।
Tap to expand
শোনা যায়, ২০১৬ সালেই নিজের চেয়ে ১১ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মালাইকা। বেশ কিছু সময় লুকোছাপার পর সোশাল মিডিয়ায় একসঙ্গে ছবি পোস্ট করেন দুজন।
Tap to expand
কিন্তু এখন আবার শোনা যাচ্ছে, মালাইকা ও অর্জুনের সম্পর্কে চিড় ধরেছে। তাঁরা নাকি আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও প্রকাশ্যে এ নিয়ে কেউ কোনও প্রতিক্রিয়া দেননি। ছবি: ইনস্টাগ্রাম।
Tap to expand
আপনি যদি জমকালো সাজ পছন্দ না করেন, তাহলে সোনম কাপুরের মতো একরঙের আনারকলি সালোয়ার পরতে পারেন। এক্ষেত্রে মেকআর গাঢ় হবে এবং জাঙ্ক জুয়েলারি পরুন। (ছবি- ফেসবুক)
Published By: Suparna MajumderPosted: 03:17 PM Oct 19, 2024Updated: 09:35 PM Oct 19, 2024
বলিউডের ‘ছাঁইয়া ছাঁইয়া গার্ল’ যখনই ক্যামেরার সামনে আসেন মন্ত্রমুগ্ধ করে দেন।