ফটো গ্যালারি বার্সেলোনায় শিল্পপতি ও সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া আলোচনায় মুখ্যমন্ত্রী 03:36 PM Sep 18, 2023 | Tiyasha Sarkar Advertisement Tap to expand বার্সেলোনা সফরের দ্বিতীয় দিনে শিল্পপতিদের সঙ্গে ঘরোয়া আলোচনায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Tap to expand ঘরোয়া এই বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সাংবাদিকরাও। Tap to expand মূলত বাংলায় লগ্নি টানতেই বিদেশ সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। Tap to expand মঙ্গলবার বার্সেলোনায় শিল্প সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। Tap to expand প্রসঙ্গত, রবিবার দুপুরে মাদ্রিদ থেকে ট্রেনে বার্সেলোনার উদ্দেশে রওনা হয়েছিলেন মমতা। Tap to expand পৌঁছে প্রবাসী ভারতীয়দের সঙ্গে মিলন অনুষ্ঠানে যোগ দেন তিনি। আমন্ত্রণ জানালেন বাংলায় আসার জন্য। তুলে ধরলেন বাংলার প্রকল্পের কথা। মঙ্গলবার বার্সেলোনায় শিল্প সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। Advertisement Loading videos... Subscribe
ফটো গ্যালারি Ganesh Chaturthi 2023: অমিতাভ থেকে প্রসেনজিৎ, দেব থেকে শ্রাবন্তী, গণেশ বন্দনায় তারকারা, দেখুন ছবি