আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাত দখল মেয়েদের, রাজ্যজুড়ে উঠল সুবিচারের দাবি
দেশের গণ্ডি ছাড়িয়ে বিলেতেও পৌঁছেছে প্রতিবাদের ঢেউ।
Tap to expand
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুতে উত্তাল গোটা রাজ্য। প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে মশালের মতো।
Tap to expand
আগুন বুকে নিয়েই ১৪ আগস্ট মেয়েদের ‘রাত দখল’ অভিযান। স্বাধীনতা দিবসের আগেই রাজ্যজুড়ে রাত দখলে শামিল হয়েছেন মহিলারা। আট থেকে আশি, প্রতিবাদে নেমেছেন সকলেই।
Tap to expand
আর জি কর হাসপাতালে ঘটনার পর অধ্যক্ষ সন্দীপ ঘোষ নাকি বলেছিলেন, “অত রাতে মেয়েটির একা থাকা ঠিক হয়নি।” এতেই শোরগোল পড়ে যায়। প্রশ্ন ওঠে, কেন আজও নারীরা সকাল-সন্ধে হোক বা রাত, নির্দ্ধিধায় পথেঘাটে বেরতে পারবে না?
Tap to expand
রাতে স্বাধীন বিচারণের অধিকার কি শুধু পুরুষের হাতে? সেই প্রেক্ষিতেই নারীদের রাত দখল করার এই অভিযানের ডাক দেওয়া হয়।
Tap to expand
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে পোস্টার। ১৪ আগস্ট রাতে দলে-দলে এই কর্মসূচিতে যোগ দেন মেয়েরা।
Tap to expand
কলকাতার একাধিক এলাকায় রাত দখলে একজোট হয়েছেন মহিলারা। তাঁদের দাবি, তরুণী চিকিৎসকের বিচার চাই। রাতে অবাধে চলাফেরার নিরাপত্তা চাই।
Tap to expand
কেবল কলকাতা নয়। রাত দখল অভিযান ছড়িয়ে পড়েছে রাজ্যের অন্যান্য প্রান্তেও। পথে নেমেছেন দুর্গাপুর, আসানসোল, জলপাইগুড়ির মহিলারা।
Tap to expand
দেশের গণ্ডি ছাড়িয়ে বিলেতেও পৌঁছেছে প্রতিবাদের ঢেউ। ভারতীয় সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে লন্ডনের ট্রিনিটি কলেজেও শুরু হয়েছে রাত দখল।
Tap to expand
মহিলাদের রাত দখলের কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার নবান্নে জরুরি বৈঠক করেন ডিজি রাজীব কুমার। সমস্ত জায়গায় কর্মসূচি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেটা নিশ্চিত করতে নজরদারি চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে ডিজির তরফে।
Tap to expand
আর জি কর কাণ্ডে আজ রাজ্যজুড়ে কর্মবিরতি পালন করেছেন জুনিয়র চিকিৎসকরা। যার জেরে ওপিডি পরিষেবা কার্যত শিকেয়।
Tap to expand
দেশ স্বাধীনতার ৭৭ বছর পার। বছর ঘুরে আবারও স্বাধীন দেশের জন্মদিন পালন। কিন্তু ভূ-ভারত স্বাধীন হলেও নারীদের সামাজিক অবস্থান কোথায় দাঁড়িয়ে? প্রশ্ন তুলে দিল এই রাত দখলের অভিযান।
Published By: Anwesha AdhikaryPosted: 12:51 AM Aug 15, 2024Updated: 12:51 AM Aug 15, 2024
দেশের গণ্ডি ছাড়িয়ে বিলেতেও পৌঁছেছে প্রতিবাদের ঢেউ।