নীরজ থেকে ভিনেশ, অলিম্পিকে পদক জিততে পারেন কোন ভারতীয়রা?
২৬ জুলাই প্যারিসে শুরু হচ্ছে অলিম্পিক।
Tap to expand
২৬ জুলাই শুরু হচ্ছে অলিম্পিক। ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া গতবারের মতোই এবারও জ্যাভলিনে দেশকে সোনার পদক এনে দেবেন, আশায় বুক বাঁধছে ভারতবাসী।
Tap to expand
প্রথমবার অলিম্পিকে নামছেন বক্সার নিখাত জারিন। চলতি বছরে একের পর প্রতিযোগিতায় জিতেছেন তিনি। জীবনে প্রথমবার মেগা টুর্নামেন্টে নেমেই পদক জিততে পারেন তিনি।
Tap to expand
ভারতীয় ব্যাডমিন্টনের স্বর্ণালী ইতিহাস লেখার অন্যতম দুই কারিগর- চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ রণকিরেড্ডি। অলিম্পিকে প্রথম ভারতীয় পুরুষ হিসাবে ব্যাডমিন্টনে পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছে এই জুটি।
Tap to expand
মীরাবাই চানু। টোকিও অলিম্পিকে রুপো পেয়েছিলেন এই ভারত্তোলক। এবার সোনার পদক নিয়ে প্যারিস থেকে ফিরতেই পারেন তিনি।
Tap to expand
২০২৩ এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতে ছিলেন। ভারতীয় কুস্তিগিরদের মধ্যে তিনিই সবার প্রথম প্যারিসে নামার যোগ্যতা অর্জন করেন। ১৯ বছর বয়সি অন্তিম পাঙ্ঘালকে নিয়েও স্বপ্ন রয়েছে ভারতবাসীর।
Tap to expand
দুটি অলিম্পিক থেকে ইতিমধ্যেই দুটি পদক জিতেছেন পিভি সিন্ধু। তৃতীয়বারের চেষ্টায় সোনা জিততে পারেন ভারতীয় ব্যাডমিন্টনের রানি, আশায় দেশবাসী।
Tap to expand
গত অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন বক্সার লভলিনা বরগোহাঁই। অসমের মেয়ে ফের অলিম্পিক থেকে পদক আনতে পারেন বলেই মত বিশেষজ্ঞদের।
Tap to expand
গত অলিম্পিকে চতুর্থ হয়েছিলেন। অল্পের জন্য হাতছাড়া হয়েছিল পদক। তবে প্রথম ভারতীয় মহিলা গলফার হিসাবে এবার অলিম্পিকে পদক জেতার অন্যতম দাবিদার অদিতি অশোক।
Tap to expand
কুস্তিগিরদের আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন ভিনেশ ফোগাট। সতীর্থদের জন্য ন্যায়বিচার চেয়ে আন্দোলন করতে গিয়ে বারবার ব্যাহত হয়েছে তাঁর কুস্তির অনুশীলন। তিনি পদক জিতবেন, পোডিয়ামে তেরঙ্গা ওড়াবেন, এমনটাই আশা দেশবাসীর।
Tap to expand
আশা জাগিয়েও টোকিও অলিম্পিকে পদক জিততে পারেননি মনু ভাকের। তবে তরুণী শুটার এবার ভালো পারফরম্যান্স করবেন বলেই আশাবাদী। ১২ বছরে প্রথমবার শুটিংয়ে অলিম্পিক পদক তাঁর হাত ধরেই আসবে ভারতে, আশা দেশবাসীর।
Published By: Anwesha AdhikaryPosted: 11:54 PM Jul 17, 2024Updated: 11:54 PM Jul 17, 2024
২৬ জুলাই প্যারিসে শুরু হচ্ছে অলিম্পিক।