Advertisement
স্নানপোশাকেই বউকে ঠোঁটঠাসা চুমু, প্যারিসের রাস্তায় দৌড়! মিলিন্দের কাণ্ড দেখুন
২০১৮ সালে হাঁটুর বয়সি প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বাঁধেন হ্যান্ডসাম হাঙ্ক মিলিন্দ সোমন৷
কাণ্ড দেখুন বলিউড অভিনেতা ও মডেল মিলিন্দ সোমনের। প্যারিসে পৌঁছে বউয়ের সঙ্গে এমন এক কীর্তি করলেন, যা দেখে হতবাক অনুরাগীরা।
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি স্ত্রী অঙ্কিতা কোনওয়ারকে সঙ্গে নিয়ে প্যারিসে গিয়েছিলেন মিলিন্দ। উদ্দেশ্য ছিল ম্যারাথনে অংশ নেওয়া।
এবার সেই ম্যারাথনেই ফাঁকেই হঠাৎ করেই স্ত্রীয়ের প্রেমে ডগমগ। প্যারিসের রাস্তায় প্রকাশ্য়েই অঙ্কিতার ঠোঁটে ঠোঁট রাখলেন মিলিন্দ।
হাঁটুর বয়সি স্ত্রী অঙ্কিতাকে একেবারে চোখে হারান মিলিন্দ। তাই তো কাছে পেলেই অঙ্কিতার প্রেমে ডুব মারেন তিনি। প্যারিসের হোটেলেও তেমনটি করলেন অভিনেতা।
আইফেল টাওয়ারকে ব্যাকগ্রাউন্ডে রেখে, হোটেলের জানালার সামনেই অঙ্কিতা ঠোঁটঠাসা চুমু মিলিন্দের। তখন দুজনের পরনেই ছিল বাথরোব বা স্নানপোশাক।
২০১৮ সালে হাঁটুর বয়সি প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বাঁধেন হ্যান্ডসাম হাঙ্ক মিলিন্দ সোমন৷ অল্পবয়সি গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করার জন্য কম কথা শুনতে হয়নি তাঁকে৷ বয়স কম বলে মন দেওয়া যাবে না, এমন কথা তো কোথাও লেখা নেই৷ সুতরাং নিন্দুকদের মুখে ছাই দিয়েই অঙ্কিতা কোনওয়ারকে জীবনসঙ্গী করেন ‘মেড ইন ইন্ডিয়া’ মিলিন্দ সোমন।
Published By: Akash MisraPosted: 06:54 PM Apr 09, 2024Updated: 06:54 PM Apr 09, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
