Advertisement
ম্যাক্রোঁর সঙ্গে 'চায়ে পে চর্চা', ট্রুডোর সঙ্গে 'খুনসুটি', G-7'এ অন্য রূপে মোদি
এবার সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছলেন প্রধানমন্ত্রী।
একই ফ্রেমে জি-৭'এর সদস্য দেশগুলির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে অতিথি দেশের প্রধানরা। রয়েছেন নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-সহ অন্যান্য নেতারা।
২০২২ সালের জি-৭ বৈঠকের আয়োজক দেশ জার্মানি। সেদেশের চ্যান্সেলর ওলাফ শোলৎজের সঙ্গে সৌজন্য বিনিময় মোদির।
ছবি তোলার ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে মোদি। হাসিমুখে একে অপরের হাত ধরলেন দুই রাষ্ট্রপ্রধান।
Published By: Anwesha AdhikaryPosted: 02:40 PM Jun 28, 2022Updated: 02:40 PM Jun 28, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
