Advertisement
অর্ধেক আকাশ... মায়ের গলায় মেডেল পরালেন দীপেন্দু, স্ত্রীদের সঙ্গে সেলিব্রেশনে শুভাশিস-মনবীররা
দ্বিমুকুট মাথায় তুলে সমর্থকদের নববর্ষের সেরা উপহার দিল মোহনবাগান।
আরও একটা আইএসএল। আরও একটা জয়। ঘরের মাঠে কাপ চ্যাম্পিয়ন হয়ে সোনার ইতিহাস রচনা করলেন মোলিনার ছেলেরা। দ্বিমুকুট মাথায় তুলে সমর্থকদের নববর্ষের সেরা উপহার দিল মোহনবাগান। ছবি: অমিত মৌলিক
ট্রফি জয়ের পর স্ত্রী তথা পরিবারের সঙ্গে সেলিব্রেশনে মেতে ওঠেন ফুটবলাররা। লাগাতার সাফল্যে বাড়ছে মোহনবাগানের ট্রফি সংখ্যা। আর সেই কারণেই হয়তো গত কয়েকটা মরশুম এই ছবিগুলো দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছে যুবভারতী। ছবি: শুভাশিস রায়
কথায় বলে, সফল ব্যক্তির নেপথ্যে রয়েছেন কোনও নারী। এই ফুটবলারদের ক্ষেত্রেও বিষয়টা ব্যতিক্রমী নয়। নারীই তাঁদের অনুপ্রেরণা। অর্ধেক আকাশ। তাই তাঁদের ছাড়া যে সেলিব্রেশনও অসম্পূর্ণ। ছবি: শুভাশিস রায়
শুভাশিস বসু থেকে ম্যাকলারেন, মনবীর সিংদের পরিবার দুর্দান্ত একটি ম্যাচ উপভোগ করেন যুবভারতীতে। সুনীল ছেত্রীর বেঙ্গালুরুকে ২-১ গোলে হারিয়ে আইএসএল কাপ চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। ছবি: শুভাশিস রায়
দ্বিতীয়বার আইএসএল কাপ এল গঙ্গাপাড়ের ক্লাবে। এবারের কারিগর জোসে মোলিনা। তিনিই দ্বিমুকুট জয়ের কারিগর। ট্রফি জিতে সস্ত্রীক সেলিব্রেশনে মাতলেন তিনিও। ছবি: শুভাশিস রায়
ফুটবলার এবং তাঁদের পরিবারের মতোই বাঁধনভাঙা উচ্ছ্বাস সমর্থকদেরও। ম্যাচ শেষ হলেও দীর্ঘক্ষণ অপেক্ষা করে প্রিয় ক্লাবের হাতে ট্রফি তুলতে দেখলেন তাঁরাও। ছবি: শুভাশিস রায়
এদিন মাঠে নেমেই ম্য়াচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন আশিক এবং সাহাল। ম্যাচের পর ট্রফি হাতে স্ত্রী এবং সন্তানের সঙ্গে ছবি তুললেন সেই আশিকও। ছবি: শুভাশিস রায়
সব তো তোমারই জন্য মা...। চ্যাম্পিয়ন হয়ে হয়তো এমন কথাই বলেছিলেন দীপেন্দু বিশ্বাস। মা-কেই যেন এই জয় উৎসর্গ করলেন তিনি। ফাইনালের অন্যতম সেরা মুহূর্ত হয়ে রইল এটি। ছবি: সংগৃহীত
Published By: Sulaya SinghaPosted: 12:36 AM Apr 13, 2025Updated: 12:36 AM Apr 13, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ