Advertisement
অভিষেকের চিরকুট থেকে দিগ্বেশের পিচবুক, চলতি আইপিএলে চর্চায় অভিনব সেলিব্রেশন
তালিকায় রয়েছে কেএল রাহুলের সেলিব্রেশনও।
পাঞ্জাবের বিরুদ্ধে মাত্র ৪০ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েন অভিষেক শর্মা। তারপর পকেট থেকে একটি কাগজ বের করেন হায়দরাবাদের ব্যাটার। যে কাগজে লেখা ছিল এই ইনিংসটি অরেঞ্জ আর্মির জন্য।
পাঞ্জাবের বিরুদ্ধে প্রিয়াংশ আর্যকে আউট করে নোটবুকে কিছু লেখার অভিনয়ে মেতে উঠেছিলেন দিগ্বেশ। তাঁর ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছিল। তারপর মুম্বই ম্যাচে ফের নোটবুক সেলিব্রেশন করায় আইপিএলের বিধিভঙ্গ করে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা দিতে হয় তাঁকে। তাতেও থামেননি। কেকেআরের বিরুদ্ধে করেছিলেন নতুন পিচবুক সেলিব্রেশন।
আশুতোষ শর্মার চওড়া ব্যাটে জয় দিয়ে লখনউকে হারিয়েছিল দিল্লি। সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন আশুতোষ। তারপর মাটিতে ব্যাট ঢুকে ও হাঁটু মুড়ে 'বাহুবলী' ধরনে সেলিব্রেট করেন।
পুরনো দল আরসিবি এবার সিরাজকে রাখেনি। কিন্তু গুজরাটের জার্সিতে আগুন ঝরাচ্ছেন। আর বেঙ্গালুরুর ফিল সল্টকে আউট করে রোনাল্ডোর 'সিউউউ' সেলিব্রেশন করেন তিনি।
Published By: Arpan DasPosted: 09:51 PM Apr 13, 2025Updated: 03:11 PM Apr 14, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ