Advertisement
বৃষ্টিভেজা দিনে আগলখোলা মৌনি, বঙ্গকন্যার এই লুক দেখলে রাতের ঘুম উড়বে
বোল্ড লুকে মৌনির এই ছবিগুলি দেখেছেন?
ট্র্যাডিশনাল হোক বা বোল্ড লুক, অভিনেত্রী মৌনি রায় সবেতেই সেরা। বঙ্গকন্যার গ্ল্যাম লুকের ছবি বরাবর ঝড় তুলেছে নেটিজেনদের মনে।
এবার সোশাল মিডিয়ায় তার নতুন লুকের ছবি দেখলে রীতিমতো ঘুম উরবে অনুরাগীদের। আগুন ঝরানো লুকে ধরা দিলেন মৌনি।
বটল গ্রিন শাড়ি, মানানসই স্লিভলেস ব্লাওজ, পারফেকট মেকআপ আর খোলা চুলে ধরা দেন অভিনেত্রী। একটু অন্যভাবে পরেছেন এই শাড়ি।
মৌনির হটনেসে বারবার ঘায়েল হন নেটিজেনরা। শাড়ি থেকে ক্যাজুয়াল বা ওয়েস্টার্ন আউটফিট অথবা বিকিনি মৌনির সব লুকেই তোলপাড় হয় সোশাল মিডিয়া।
মৌনিকে মাঝেমাঝেই দেখা যায় বিভিন্ন সমুদ্রসৈকতে বেড়াতে যেতে। আর সেখানে গিয়ে মৌনিকে দেখা যায় বিভিন্ন রকমের সুইমসুট ও বিকিনিতে সেজে উঠতে।
বেড়াতে গিয়ে সেখানকার সৌন্দর্যের সঙ্গেই যেন তাল মিলিয়ে সাজতে ভালোবাসেন মৌনি। তা বোঝা যায় তার সোশাল মিডিয়ায় চোখ রাখলেই।
হটনেসের দিক দিয়ে এক আলাদা সংজ্ঞা তৈরি করেছেন মৌনী। উত্তরবঙ্গের মেয়ের স্টাইল স্টেটমেন্ট সত্যিই এককথায় লাজবাব।
টেলি দুনিয়াতে 'কিউ কি সাস ভি কভি বহু থি', 'নাগিন' প্রভৃতি হিন্দি ধারাবাহিকের মাধ্যমে হয়ে উঠেছিলেন দর্শকের পছন্দের। কাজ করেছেন বহু হিন্দি ছবিতেও।
Published By: Arani BhattacharyaPosted: 07:03 PM Jul 01, 2025Updated: 07:03 PM Jul 01, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
