নেশাতুর চোখ, লাস্যের হাতছানি! বিছানায় আগুনে রূপে নেটপাড়া উত্তাল করলেন ম্রুণাল
Tap to expand
ছোটপর্দা দিয়েই ম্রুণাল ঠাকুর শুরু করেছিলেন অভিনয় কেরিয়ারের সফর। তবে বর্তমানে বলিউড থেকে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর অবাধ বিচরণ।
Tap to expand
অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের রূপ ও অভিনয়ে মন্ত্রমুগ্ধ সকলে।
Tap to expand
'দ্য ঘোস্ট স্টোরিজ' অভিনেত্রী বরাবরই সোশাল মিডিয়ায় সক্রিয়।
Tap to expand
অনুরাগীদের সঙ্গে নিজের বিভিন্ন মুডের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন ম্রুণাল ঠাকুর।
Tap to expand
সম্প্রতি তাঁকে দেখা গেল হট অবতারে। কখনও বিছানায় অন্তর্বাস বের করে বোল্ড অবতারে দেখা গেল তাঁকে।
Tap to expand
তো কখনও বা আবার ওভারসাইজ শার্ট খোলা অবস্থায় ধরা দিলেন উন্মুক্ত উর্ধ্বাঙ্গে।
Tap to expand
পশ্চিমী পোশাকেও ম্রুণাল যেমন নজর কাড়েন, তেমনই তাঁকে দিব্যি লাগে 'দেশি লুকে'।
Tap to expand
ক্যামেরার সামনে নানা পোজে অভিনেত্রী নিজেকে মেলে ধরেন। এবার হট অবতারেস ভক্তদের কালঘাম ছুটিয়ে দিলেন ম্রুণাল ঠাকুর।
Published By: Sandipta BhanjaPosted: 01:55 PM Jun 10, 2024Updated: 01:55 PM Jun 10, 2024