Advertisement
চল্লিশে চালসে নন, নতুন হেয়ারস্টাইলে নেটপাড়া কাঁপাচ্ছেন ধোনি! স্বামীকে দেখে মুগ্ধ সাক্ষীও
ধোনির বয়স কি আদৌ ৪৪? প্রশ্ন মাহিভক্তদের।
মহেন্দ্র সিং ধোনি মানেই বাহারি হেয়ারস্টাইল। তাঁর ঝাঁকড়া লম্বা চুলের ভক্ত ছিলেন আমজনতা থেকে রাষ্ট্রপ্রধানও। সময়ের সঙ্গে সঙ্গে নানা ধরনের চুলের ছাঁট দেখা গিয়েছে তাঁর।
এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহি। সোশাল মিডিয়া থেকেও বহুদূরে থাকেন। কিন্তু বুধবার নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিল তাঁর নতুন হেয়ারস্টাইল।
বিখ্যাত হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিমের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, নতুন চুলের ছাঁটে মাহির বয়স যেন একধাক্কায় কমে গিয়েছে ১০ বছর। ৪৪ বছর বয়সি ধোনির নতুন লুক দেখেই জোর চর্চ নেটদুনিয়ায়।
ধোনির নতুন হেয়ারস্টাইল দেখে মুগ্ধ হয়ে স্ত্রী সাক্ষীর প্রতিক্রিয়া, "তোমাকে তো অনেক কমবয়সি লাগছে।" মাহি ভক্তদেরও প্রশ্ন, তারকা ক্রিকেটারের বয়স যে ৪৪, এই নতুন হেয়ারস্টাইল দেখে তা বোঝারই উপায় নেই।
যাঁর হাত ধরে ধোনির এই নতুন লুক, সেই আলিম হাকিমের কথায়, 'মিস্টার কুল, সার্ভিং হট।' অর্থাৎ মাঠের ক্যাপ্টেন কুল এখন মাঠের বাইরে নেটদুনিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন।
তবে এই প্রথমবার নয়, আগেও বহুবার হেয়ারস্টাইল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন ধোনি। কখনও কাঁধছোঁয়া লম্বা চুল, কখনও আবার একেবারে ছোট করে ছাঁটা চুল।
কেবল চুল কাটাই নয়, চুলে নানারকম রঙ করতেও দেখা যায় মাহিকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও মাঝেমধ্যেই হেয়ারস্টাইলের কারণে খবরে উঠে আসেন ক্যাপ্টেন কুল।
Published By: Anwesha AdhikaryPosted: 05:37 PM Jul 30, 2025Updated: 05:37 PM Jul 30, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
