Advertisement
গোল্ডেন গ্লোবের পরই হোটেলের ঘরে নিকের সঙ্গে মাখামাখি! রাতের দুষ্টুমির ঝলক দেখালেন 'দেশি' প্রিয়াঙ্কা
লেন্সবন্দি নিক-প্রিয়াঙ্কার 'অন্দর কি বাত'!
বিয়ের সাত বছর পরও একে-অপরের প্রেমে হাবুডুবু খান নিক-প্রিয়াঙ্কা। তারকাদের 'ঘুণ ধরা' দাম্পত্যের ভিড়ে যে তাঁদের সম্পর্কের রসায়ন সত্যিই বিরল, সেটা বারবার নিজেরাই প্রমাণ করেছেন 'নিকিয়াঙ্কা'। এবার গোল্ডেন গ্লোবের সফল অনুষ্ঠানের পর রাত-বিরেতে যা করলেন, তাতে নবদম্পতিরাও দাম্পত্য চাঙ্গা রাখার পাঠ পাবেন।
বলিউড হোক বা হলিউডের যে কোনও হাইপ্রোফাইল অনুষ্ঠান থেকে রেড কার্পেট, 'দেশি গার্ল'কে কিছুতেই কাছছাড়া করতে চান না নিক জোনাস। তাই সর্বত্রই প্রিয়াঙ্কার সঙ্গে মার্কিন পপ তারকার উজ্জ্বল উপস্থিতি দেখা যায়। মেট গালার পর এবার গোল্ডেন গ্লোবের কড়চা দেখিয়ে নেটভুবনকে লজ্জায় ফেললেন তারকাদম্পতি!
গোল্ডেন গ্লোবের সফল অনুষ্ঠানের পর সোমবার রাতে নৈশভোজের আমন্ত্রণ ছিল নিক-প্রিয়াঙ্কার। আর সেখান থেকে ফিরেই হোটেলের ঘরে নিকের সঙ্গে 'কোয়ালিটি টাইম' কাটালেন নায়িকা। যেখানে দুধসাদা পোশাকে স্বামীর সঙ্গে রোম্যান্সে ডুব দিলেন প্রিয়াঙ্কা। আর সেই রাতের দুষ্টুমির ঝলকই লেন্সবন্দি করলেন 'দেশি গার্ল'।
কখনও আলতো ঠোঁটে-ঠোট! কখনও বা নিক জোনাসের বাহুডোরে ধরা দিলেন বিছানা বিলাসী প্রিয়াঙ্কা। আবার কখনও বা আদর করে স্ত্রীর মুখে তুলে দিলেন কফি-মিল্ক শেক! তারপর?
পরনে অফশোল্ডার সাদা লং গাউন। এলো চুল। উন্মুক্ত কাঁধ থেকে নায়িকার আবেদন যেন চুইঁয়ে পড়ছে। ঠেলে বেরিয়ে আসতে যৌবনের সব আকাঙ্ক্ষা! যা দেখে প্রিয়াঙ্কার পুরুষ ভক্তকুলে হইচই পড়ে গিয়েছে। তবে দুষ্টুমির মাঝে খানাপিনাও বাদ যায়নি।
দেশি গার্ল যে বরাবর পিৎজা প্রেমী, সেকথা বহুবার নিজেই জানিয়েছেন। আর স্ত্রীর আবদার মেটাতে নিকেরও জুড়ি মেলা ভার! নইলে কি আর মাঝরাতে হিরের দোকান খুলিয়ে আংটি কিনে প্রোপোজ সারেন?
একফ্রেমে আবার 'দেশি গার্ল'কে সোফায় গা এলিয়ে ক্লান্তি ঝেড়ে ফেলতে দেখা গেল। সেখানেও সোহাগে-আদরে স্ত্রীকে ভরিয়ে দিলেন নিক। গোল্ডেন গ্লোবের লাল গালিচাতেও অবশ্য প্রিয়াঙ্কার চুল ঠিক করে দিয়েছিলেন তিনি। আসলে নিক-প্রিয়াঙ্কা বরাবরই একে-অপরকে চোখে হারান। তাই তো তাঁদের 'বন্য রোম্যান্স' নিয়ে এত চর্চা। দাম্পত্যেযাপনের ৭ বছরেও তাঁদের এত প্রেম কীভাবে জানেন?
একবার প্রিয়াঙ্কা তো নিজেই তাঁদের 'বেডরুম সিক্রেট' ফাঁস করে ফেলেছিলেন। হলিউড মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রবিবার সকালের উন্মাদনা বরাবরই তাঁর কাছে আলাদা। কেন? কারণ "রবিবার সকালে বিছানায় একে-অপরের সঙ্গে গা ঘেঁষাঘেষি না করলে, হয়ই না! এটা আমাদের কাছে বাধ্যতামূলক", বলেছিলেন 'পরদেশিবাবু'র দেশি গার্ল।
অভিনেত্রী জানান, সপ্তাহের ওই একটা দিনই স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সময় পান তিনি। ছুটির দিনে এই বিষয়টা তাঁদের কাছে রীতিমতো 'ট্র্যাডিশন' হয়ে দাঁড়িয়েছে। কোনওমতেই এই নিয়মের নড়চড় হয় না। তবে চলতি সপ্তাহে রবিবার গোল্ডেন গ্লোবের অনুষ্ঠানে যোগ দেন তারকাদম্পতি। তাই কি নিয়মে ভাঁটা পড়ায় রাতে ফিরে হোটেলের ঘরে দুষ্টুমিতে মাতলেন নিকিয়াঙ্কা? কৌতূহল নেটপাড়ার।
স্বামী-স্ত্রীর বয়সের দশ বছরের ফারাক। প্রিয়াঙ্কা বর্তমানে ৪২ আর নিক জোনাসের বয়স ৩২। মাঝে শোনা যায়, তাঁদের দাম্পত্যে নাকি ফাটল ধরেছে! তবে নিন্দুকদের মুখে ঝামা ঘঁষে দিয়ে বরাবর নিজেদের সুখী দাম্পত্যের ঝলক দেখিয়েছেন নিক-প্রিয়াঙ্কা। এবার সফল গোল্ডেন গ্লোব অনুষ্ঠানের পরও তার ব্যতিক্রম হল না। (ছবি সৌজন্যে- ফেসবুক)
Published By: Sandipta BhanjaPosted: 03:56 PM Jan 13, 2026Updated: 03:56 PM Jan 13, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
