Advertisement
জলপরী নুসরত! ছুটির মেজাজে ক্যামেরাবন্দি নায়িকা
একাধিক ছবি শেয়ার করেছেন তারকা।
ব্যঙ্গ, বিদ্রুপ, কটু কথা যেন কিছুতেই পিছু ছাড়ে না। তবে নুসরত জাহান তা নিয়ে বেশি মাথা ঘামানোর পাত্রী নন। তিনি নিজের শর্তে বাঁচতে ভালোবাসেন।
ব্যস্তজীবনে ফাঁক পেলেই ব্যাগ-পত্তর গুছিয়ে বেরিয়ে পড়েন অভিনেত্রী। সঙ্গে থাকেন যশ দাশগুপ্ত। এবারও অভিনেতা তাঁর সঙ্গী।
প্রকৃতির মাঝেই তারকা যুগলের শান্তির আশ্রয়। কোথায় গিয়েছেন? তা জানা যায়নি। তবে নিজের পোস্টের ক্যাপশনে 'আইল্যান্ড লাইফ' হ্যাশটাগ দিয়েছেন নুসরত।
বাংলা সিনেমার জগতে এক যুগেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন নুসরত। অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় ময়দানেও পা রেখেছেন তিনি।
Published By: Suparna MajumderPosted: 03:27 PM Sep 18, 2024Updated: 04:51 PM Sep 18, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ