Advertisement
মহিলাদের অন্তর্বাস চুরি, নিজেই পরে ফটোশুট যুবকের! বিকৃত যৌন লালসার নেপথ্যে কী কারণ?
মনোবিদদের মতে, একে 'ফেটিশিস্টিক ডিসঅর্ডার' বলা যেতে পারে। এমন ব্যক্তিরা জড় বস্তুর মাধ্যমে যৌন উত্তেজনা অনুভব করে। এটি এক ধরণের গুরুতর মানসিক বিকৃতি বা রোগ।
টাকা-পয়সা থেকে সোনা-গয়না, দামী মূর্তি চুরির নানা ঘটনাই আকছার উঠে আসে শিরোনামে। কিন্তু বেঙ্গালুরুর বুকে এক অদ্ভুত চুরির ঘটনায় ছড়াল তীব্র চাঞ্চল্য। অভিযোগ, আবাসিক এলাকায় বাড়ির বারান্দা বা ছাদ থেকে মহিলাদের অন্তর্বাস চুরি করত এক যুবক। অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল সে।
ধৃত যুবকের নাম অমল এন অজি। ২৩ বছর বয়সি এই যুবক আদতে কেরলের বাসিন্দা। ইলেকট্রনিক সিটি এলাকায় মহিলাদের ব্যবহৃত পোশাক চুরির অভিযোগে তাঁকে পাকড়াও করা হয়েছে।
দীর্ঘ সময় ধরে হেব্বাগোডি থানা এলাকায় এই উপদ্রব চলছিল। বারান্দায় মেলা অন্তর্বাস রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ফাঁদ পাতে পুলিশ।
সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তাজ্জব হয়ে যায়। দেখা যায়, যখন কেউ নেই, তখন সন্তর্পণে ওই যুবক ঢুকে পোশাক নিয়ে চম্পট দিচ্ছে। শেষে টহলদার পুলিশ তাঁকে ধরে।
তদন্তে জানা গিয়েছে, অমল শুধু চোরই নয়, সে এক বিকৃত কামনার শিকার। চুরির পর সেই সব অন্তর্বাস পরে সে ছবি তুলত এবং ভিডিও রেকর্ড করত।
ধৃতের মোবাইল ফোন থেকে অসংখ্য এমন আপত্তিকর ছবি ও ভিডিও উদ্ধার হয়েছে। তল্লাশি চালিয়ে তাঁর বাড়ি থেকে একগুচ্ছ চুরি করা অন্তর্বাসও উদ্ধার করেছে বেঙ্গালুরু পুলিশ।
ভারতীয় ন্যায় সংহিতার ৩০৩(২), ৩২৯(৪) এবং ৭৯ ধারায় মামলা রুজু হয়েছে। এই ঘটনায় এলাকার মহিলাদের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে।
মনোবিদদের মতে, একে 'ফেটিশিস্টিক ডিসঅর্ডার' বলা যেতে পারে। এমন ব্যক্তিরা জড় বস্তুর মাধ্যমে যৌন উত্তেজনা অনুভব করে। এটি এক ধরণের গুরুতর মানসিক বিকৃতি বা রোগ।
Published By: Buddhadeb HalderPosted: 05:33 PM Jan 23, 2026Updated: 07:18 PM Jan 23, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
