Advertisement
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সুইম স্যুট রাউন্ডে গা ঢাকা পোশাক, চর্চায় ৩ ইসলামিক রাষ্ট্রের সুন্দরী
কে এই সুন্দরীরা? ছবিতে চিনে নিন।
মিস ইউনিভার্স প্রতিযোগিতার 'সুইম স্যুট রাউন্ড' নিয়ে বরাবর চর্চা জারি থাকে। কারণ এই রাউন্ডে প্রতিযোগীরা বিকিনি কিংবা মনোকিনিতে নিখুঁত শরীরী ভঙ্গিমায় মার্জার সরণিতে হিল্লোল তোলেন। তবে এবার তিন ইসলামিক রাষ্ট্রের সুন্দরীরা হিসেবের উলট পুরাণ করে চর্চায়।
বিকিনির বদলে গা ঢাকা পোশাক পরেন প্যালেস্তাইন, পাকিস্তান এবং আরব আমিরশাহীর মিস ইউনিভার্স প্রতিযোগীরা। মিস প্যালেস্তাইন নাদিন আয়ুব প্রথম ফিলিস্তিনি প্রতিযোগী হিসেবে এবার যোগ দেন মিস ইউনিভার্সে। সুইম স্যুট রাউন্ডে তিনি পরেছেন আপাদমস্তক ঢাকা গোলাপি রঙের দীর্ঘ বডি স্যুট।
নম্বর কাটা যাওয়ার ভয় পাননি পাকিস্তানের প্রতিযোগী রোমা রিয়াজও। তাঁর কাছে যে সংস্কার আগে, মার্জার সরণিতে বুঝিয়ে দিয়েছেন রোমা। সুইম স্যুট রাউন্ডে তিনি পরেন গোলাপি রঙের কাফতান পোশাক।
উল্লেখ্য, ২০২৩ সালে পাকিস্তান থেকে মিস ইউভার্স প্রতিযোগিতায় যোগ দেওয়া এরিকা রবিনও সুইম স্যুট রাউন্ডে কাফতান লেয়ার পরে চর্চার শিরোনামে এসেছিলেন। এবার সেপথে হাঁটলেন রোমা রিয়াজও।
Published By: Sandipta BhanjaPosted: 09:38 PM Nov 20, 2025Updated: 09:38 PM Nov 20, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
