ভিনেশের 'বঞ্চনা' থেকে ইমানে খেলিফের লিঙ্গ-পরিচয়, প্যারিস অলিম্পিকে বিতর্কের আটকাহন
প্যারিস অলিম্পিক উপহার দিয়েছে অসংখ্য দুরন্ত মুহূর্ত। একই সঙ্গে এবারের অলিম্পিকের সঙ্গে বহু বিতর্কও জড়িয়ে রয়েছে।
Tap to expand
সমাপ্তির মুখে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। প্যারিস অলিম্পিক উপহার দিয়েছে অসংখ্য দুরন্ত মুহূর্ত। একই সঙ্গে এবারের অলিম্পিকের সঙ্গে বহু বিতর্কও জড়িয়ে রয়েছে। একের পর এক হেভিওয়েট প্রতিপক্ষকে ধরাশায়ী করে ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগাট। কিন্তু মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজনের জন্য তাঁকে সোনার পদকের ম্যাচে নামতে দেওয়া হয়নি। সেই বিতর্ক এখনও চলছে। তিনি যুগ্মভাবে রুপো পাবেন কিনা, তার উত্তর পাওয়া যাবে ১৩ আগস্ট।
Tap to expand
হকির কোয়ার্টার ফাইনালে লাল কার্ড দেখিয়ে বের করে দেওয়া হয় ভারতের অমিত রোহিদাসকে। পরে দেখা যায়, তাঁর স্টিক অনিচ্ছাকৃতভাবে লেগেছিল গ্রেট ব্রিটেনের প্লেয়ারের গায়ে। রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা হয়েছিল হকি ইন্ডিয়ার তরফ থেকে। কিন্তু তাঁকে নামতে হওয়া হয়নি সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে।
Tap to expand
অলিম্পিক উদ্বোধনের আগেই বিতর্ক তৈরি হয়েছিল প্যারিসে। সেই সময় রাতের অন্ধকারে একাধিক জায়গায় ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। ধ্বংসের চেষ্টা হয়েছিল ট্রেন চলাচল ব্যবস্থা। জঙ্গি হামলা-সহ নানা নাশকতামূলক ঘটনা ঘটতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছিল। তার জন্য কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছিল গোটা প্যারিস।
Tap to expand
উদ্বোধনী অনুষ্ঠান জাঁকজমক পূর্ণ হলেও বিতর্কের হাত থেকে রেহাই পায়নি। সেখানে ‘লাস্ট সাপার’কে ব্যঙ্গ করার অভিযোগ উঠেছিল অলিম্পিক কমিটির বিরুদ্ধে। সেখানে জিশুর পরিবর্তে এক মহিলাকে দেখা যায়। এই ভিডিও ছড়িয়ে পড়তেই তা ক্ষোভের সঞ্চার করেছিল। বহু নেটিজেনই একে ক্যাথলিক খ্রিস্টানদের অপমান বলে দাবি করেছিল।
Tap to expand
এখানেই শেষ নয়। মার্চ পাস্টে দক্ষিণ কোরিয়া মার্চ পাস্টে এলে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়, ‘রিপাবলিকে পপুলাইরে দেমোক্রাতিকে দে কোরে।’ পরে ইংরেজিতে বলা হয়, ‘ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া।’ যা উত্তর কোরিয়ার ইংরেজি নাম। এই নিয়ে পরে আইওসি ক্ষমাও চায়।
Tap to expand
শ্যেন নদীতে অনুষ্ঠিত হয়েছে ট্রায়াথলন। কিন্তু নদীর দূষণ এত তীব্র আকার নিয়েছিল যে অ্যাথলিটদের স্বাস্থ্যের কথা ভেবে প্রতিযোগিতা পিছিয়ে দিতে বাধ্য হয়েছিল অলিম্পিক কমিটি। পরে সেখানে সাঁতার কেটে অসুস্থও হয়ে পড়েন কয়েকজন প্রতিযোগী। অথচ শ্যেন নদীর জলদূষণ রোধ করার জন্য প্রায় ১২,৬৮৬ কোটি টাকা খরচ করা হয়েছিল।
Tap to expand
অলিম্পিকে গেমস ভিলেজের অব্যবস্থা নিয়েও তীব্র বিতর্ক হয়। খাবারদাবার এবং পরিচ্ছন্নতা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে পড়ে গেল অলিম্পিক। গেমস ভিলেজে খাবারদাবারের যে বন্দোবস্ত করা হয়েছে, তা নিয়ে অসন্তুষ্ট অধিকাংশ ভারতীয় অ্যাথলিট।
Tap to expand
মহিলা বক্সারদের প্রতিযোগিতায় নেমেছেন একজন ‘পুরুষ’ প্রতিযোগী! এই নিয়ে বিতর্কে উত্তাল ছিল প্যারিস অলিম্পিক। ঘটনার সূত্রপাত ইটালির অ্যাঞ্জেলা কারিনির সঙ্গে ম্যাচের পর। আলজেরিয়ার ইমানে খেলিফ গত বছর লিঙ্গ পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। ২০২৩-র বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনার মেডেলের ম্যাচের আগে তাঁকে বহিষ্কার করা হয়। সমস্ত বিতর্ক উড়িয়ে অলিম্পিকে বক্সিংয়ে সোনা জেতেন তিনি।
Published By: Arpan DasPosted: 07:23 PM Aug 11, 2024Updated: 08:19 PM Aug 11, 2024
প্যারিস অলিম্পিক উপহার দিয়েছে অসংখ্য দুরন্ত মুহূর্ত। একই সঙ্গে এবারের অলিম্পিকের সঙ্গে বহু বিতর্কও জড়িয়ে রয়েছে।