Advertisement
বাঙালিদের অতি প্রিয় সিডনির বন্ডি বিচ, সন্ত্রাসের রক্তে লাল সৈকতের এসব ছবি দেখেছেন?
রবিবার ইহুদীদের 'হানুক্কাহ' উৎসবের মাঝে বন্দুকবাজের হামলায় প্রাণ খোয়ান অন্তত ১২ জন।
শান্ত, সুন্দর, সোনালি বালির মাঝে প্রাকৃতিক সৌন্দর্য যেন মাদকতায় ভরা। সমুদ্রপ্রিয় পর্যটকদের পছন্দের তালিকার একেবারে শীর্ষ নামটি অস্ট্রেলিয়ার বন্ডি বিচ। ফি বছর সবচেয়ে বেশি ভিড়ের রেকর্ড এখনও ধরে রেখেছে এই সিডনির এই সৈকত।
বিদেশ ভ্রমণে বাঙালিদেরও অতি প্রিয় বন্ডি বিচ। রবিবার দুপুরে এহেন সুন্দরীর বুক চিরে বয়ে গেল রক্তস্রোত! বন্দুকবাজের হামলায় প্রাণ খোয়ালেন অন্তত ১২ জন।
রবিবার থেকে শুরু হয়েছে ইহুদিদের অতি প্রাচীন উৎসব 'হানুক্কাহ'। দ্বিতীয় শতাব্দীর খ্রিস্টপূর্বাব্দে জেরুজালেম পুনরুদ্ধার উদযাপন করতে সাতদিন ব্যাপী এই উৎসব পালন করে থাকেন ইহুদিরা। আজ, উৎসবের শুরুতে অস্ট্রেলিয়ার ইহুদির সম্প্রদায়ের মানুষজন আনন্দ করছিলেন প্রিয় পর্যটনস্থল বন্ডি বিচে।
কে-ই বা জানত, মোহময়ী বন্ডি বিচের আড়ালে ওঁত পেতে রয়েছে প্রাণঘাতী বিপদ? দুই বন্দুকবাজের গুলির শব্দে নিমেষেই যেন সমস্ত সৌন্দর্য, আনন্দ নিভে গেল। সোনালি সৈকত রক্তে লাল, একের পর এক পড়ে ১২টি দেহ। একে 'সন্ত্রাসবাদী হামলা' বলছে অস্ট্রেলিয়ার প্রশাসন।
বন্ডি, নর্থ বন্ডি, বন্ডি জংশন - এই তিন জায়গায় ঘেরা বন্ডি বিচের তটরেখা প্রায় ৭ কিলোমিটার। এর আশপাশের জনসংখ্যা সাকুল্যে ১২ হাজার। বন্ডি বিচের বিশেষত্ব অনেক। তাসমান সমুদ্রের নীলচে সবুজ উচ্ছ্বল, খরস্রোতা জলে সার্ফারদের পছন্দের। বেড়ানোর পাশাপাশি সার্ফিংও করেন অ্যাডভেঞ্চারপ্রিয় পর্যটকরা।
এই সার্ফিংয়ের মাঝেই আজ থেকে প্রায় ৯০ বছর আগে এখানে ঘটে গিয়েছিল বড়সড় দুর্ঘটনা। বিশাল ঢেউয়ের ধাক্কায় তীরে আছড়ে পড়ে আহত হয়েছিলেন বহু মানুষ। ভেসে গিয়েছিলেন অন্তত ৫ জন। ওই দিনটি 'ব্ল্যাক সানডে' বলে এখনও পরিচিত। ১৪ ডিসেম্বর, ২০২৫ সালে ফের একবার অভিশপ্ত সময়ের সাক্ষী রইল বন্ডি বিচ। সন্ত্রাসী হামলায় মৃত্যু হল অন্তত ১২ জনের।
Published By: Sucheta SenguptaPosted: 08:48 PM Dec 14, 2025Updated: 08:48 PM Dec 14, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
