RG Kar কাণ্ডের প্রতিবাদে রাস্তায় প্রসেনজিৎ, পথে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও পড়ুয়ারাও
প্রতিবাদে ফুঁসছে সবমহল।
Tap to expand
আর জি করে তরুণী চিকিৎসকের যৌন হেনস্তা-খুনের প্রতিবাদে শুক্রবার পথে নামেন রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও পড়ুয়ারা। এঁদের সঙ্গেই যোগ দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
Tap to expand
সাদা শার্টের উপরে কালো ব্যাজ পরে প্রতিবাদ মিছিলে যোগ দেন প্রসেনজিৎ। শুধু তিনি নন টোটা রায়চৌধুরী, অরিন্দম শীল, বিক্রম ঘোষরাও ছিলেন এদিনের মিছিলে।
Tap to expand
আর জি করের ঘটনায় তোলপাড় গোটা দেশ। প্রতিবাদে ফুঁসছে সবমহল। 'উই ওয়ান্ট জাস্টিস' প্ল্যাকার্ড নিয়ে পথে নামে সেন্ট জেভিয়ার্সের প্রাক্তন পড়ুয়ারাও।
Tap to expand
মিছিলের পাশাপাশি মোমবাতি জ্বালিয়েও জানানো হয় প্রতিবাদ। বালির উপরে গেঁথে দেওয়া হয় প্রতিবাদের জ্বলন্ত শিখা।
Tap to expand
কলেজ স্ট্রিটে প্রতিবাদ মিছিল প্রেসিডেন্সির প্রাক্তনীদের। পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিও নাকি তুলেছেন পড়ুয়ারা। ছবি নিজস্ব ও সংগৃহীত।
Published By: Suparna MajumderPosted: 09:06 PM Aug 16, 2024Updated: 09:18 PM Aug 16, 2024