Advertisement
২-এ পা রাজকন্যা ইয়ালিনির, বোনের হাত ধরে কেক কাটল দায়িত্ববান দাদা ইউভান, দেখুন ছবি
দেখে নিন ইয়ালিনির জন্মদিনের মিষ্টি মুহূর্ত।
টলমল পায়ে এখনও হাঁটে সে, মুখে ফুটেছে আধো আধো বুলি, সে রাজকন্যা ইয়ালিনী। দেখতে দেখতে দু'বছরে পা রাখল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মেয়ে।
২০২৩ সালের ৩০ নভেম্বর শুভশ্রীর কোল আলো করে এসেছিল কন্যাসন্তান ইয়ালিনী। রবিবার দু'বছরের জন্মদিনের একপ্রস্থ উদযাপন হয়েছে। ৩০ নভেম্বর, রবিবার মেয়ের জন্মদিনের কেক কাটার মিষ্টি মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন শুভশ্রী। অন্যদিকে মেয়ের সঙ্গে তোলা নানা ছবি ভাগ করে নিয়েছেন রাজও।
এদিন শুভশ্রীর সোশাল মিডিয়ায় পোস্ট করা সেই ভিডিওতে দেখা গেল, গোলাপি রঙের একটি কেক কাটতে ইয়ালিনিকে। কেকের উপর 'স্পার্কলিং' মোমবাতি দেখে ইয়ালিনি যেন রীতিমতো বিস্ময় বালিকা।
দুই ভাইবোনের নানা মুহূর্তের ছবি এমনিতেই রাজ বা শুভশ্রীর সোশাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই দেখা যায়। ছোট্ট বোনকে ইউভান এই বয়স থেকেই আগলে রাখে। বড় দাদা বলে কথা।
অন্যদিকে রাজের ইনস্টাগ্রামে এদিন চোখ রাখতেই দেখা গেল ছোট্ট ইয়ালিনির সঙ্গে তোলা নানা আদুরে মুহূর্ত। যা এদিন রাজ ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।
Published By: Arani BhattacharyaPosted: 05:45 PM Nov 30, 2025Updated: 05:50 PM Nov 30, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
