Advertisement
এবার আইপিএলে দল কিনছেন রণবীর কাপুর! একই জার্সিতে দেখা যাবে দুই মহাতারকাকে?
শাহরুখ খান, প্রীতি জিন্টা, জুহি চাওলা, শিল্পা শেট্টিদের পর এবার আইপিএলে দল কিনছেন আরও এক বলিউড তারকা।
শাহরুখ খান, প্রীতি জিন্টা, জুহি চাওলা, শিল্পা শেট্টিদের পর এবার আইপিএলে দল কিনছেন আরও এক বলিউড তারকা। সোশাল মিডিয়ায় গুঞ্জন, ফুটবলের পর এবার ক্রিকেটেও বড়সড় বিনিয়োগের পথে কাপুর খানদানের হার্টথ্রব। ছবি: সংগৃহীত।
সব ঠিক থাকলে আগামী মরশুমে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আংশিক মালিকানা চলে যেতে পারে কাপুর পরিবারের হাতে। একাধিক ক্রিকেট ওয়েবসাইট সূত্রের খবর, এবং সোশাল মিডিয়ার গুঞ্জন রণবীর কাপুর আরসিবির ৬ শতাংশ মালিকানা কিনতে চাইছেন। ছবি AI দ্বারা নির্মিত।
আঠারো বছরের দীর্ঘ অপেক্ষার পর প্রথম আইপিএল ট্রফির অমৃতস্বাদ এবারই পেয়েছে আরসিবি। গতবছর অবশ্য মহিলাদের প্রিমিয়ার লিগে আরসিবির নারীব্রিগেড চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এবারের আইপিএল ফাইনালের পর থেকেই গুঞ্জন শুরু হয়, আইপিএলের মালিকানা বদল হচ্ছে। ছবি: সংগৃহীত।
সূত্রের খবর, ইতিমধ্যেই দল বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিরাটদের ফ্র্যাঞ্চাইজি বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করবে কন্নড় প্রযোজনা সংস্থা হোমবেল ফিল্মস। ছবি: সংগৃহীত।
এই হোমবেল ফিল্মসের মূল ব্যবসা সিনেমা। এর আগে খেলাধুলোয় বিনিয়োগের ইতিহাস নেই। তবে চলচ্চিত্র জগতে চূড়ান্ত সফল এই কন্নড় প্রডাকশন হাউজ। কেজিএফ, কান্তারা, সালারের মতো ব্লকবাস্টার ছবির নির্মাতা এই সংস্থাটি। ছবি: সংগৃহীত।
৩ হাজার কোটি টাকার মালিক ওই সংস্থাটি অবশ্য আগে থেকেই আরসিবির সঙ্গে যুক্ত। সেই ২০২৩ থেকেই ফ্র্যাঞ্চাইজির মার্কেটিং এবং প্রচারের দিকটা দেখছে সংস্থাটি। একই সঙ্গে বিনোদুনিয়ার তারকাদের সঙ্গেও যোগাযোগ রয়েছে তাঁদের। ছবি: সংগৃহীত।
শোনা যাচ্ছে, রণবীর এই হোমবেল ফিল্মসের সঙ্গেই যোগাযোগ করেছেন। সেখান থেকেই ৬ শতাংশ শেয়ার কিনতে পারেন তিনি। যদিও কোনও সমর্থিত সূত্রে এই খবর মেলেনি। ছবি: সংগৃহীত।
শোনা যাচ্ছে, যে ৬ শতাংশ শেয়ার রণবীর কিনছেন, সেটার মধ্যে ২ শতাংশ তিনি নগদে কিনবেন। ওই ২ শতাংশ শেয়ারের জন্য তাঁকে খরচ করতে হবে ৩০০-৩৫০ কোটি টাকা। ছবি: সংগৃহীত।
বাকি ৬ শতাংশ শেয়ারের বদলে তিনি নিজের 'ইমেজ রাইটস' বিক্রি করতে চান। অর্থাৎ আগামী ১০ বছর নিজেদের প্রচারে রণবীরের ছবি ব্যবহার করতে পারবে আরসিবি। ছবি: সংগৃহীত।
Published By: Subhajit MandalPosted: 05:49 PM Jan 20, 2026Updated: 05:49 PM Jan 20, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
