-
- ফটো গ্যালারি
- এক নজরে
- Ranojoy bishnu and shyamoupti mudly shared bts pics of music video shoot in ladakh
লাভ ইন লাদাখ! রণজয়-শ্যামৌপ্তির উষ্ণ রসায়নে তোলপাড় নেটদুনিয়া
'কোন গোপনে মন ভেসেছে' তারকা জুটির?
Tap to expand
একজন বাংলা টেলিভিশনের হ্যান্ডসাম নায়ক। অন্যজন মিষ্টি নায়িকা। দুজনেই পাড়ি দিয়েছেন লাদাখে। 'কোন গোপনে মন ভেসেছে' রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির? এই প্রশ্নে সরগরম ছিল টিনসেল টাউন।
Tap to expand
অবশেষে মিলল উত্তর, ক্যামেরার সামনে ফের জুটি বাঁধছেন রণজয়-শ্যামৌপ্তি। তবে এবারে সিরিয়ালে নয় মিউজিক ভিডিওয়। সায়ন রায় পরিচালিত এই ভিডিওর শুটিং লোকেশন লাদাখ।
Tap to expand
বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে রণজয় ও শ্যামৌপ্তির জুটি বেশ জনপ্রিয়। সৌজন্যে ‘গুড্ডি’ সিরিয়াল। সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পরও দুজনের জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি।
Tap to expand
এর আগে পশ্চিমবঙ্গ টেলি আকাদেমি অ্যাওয়ার্ডে শ্যামৌপ্তি মুদলির সঙ্গে জুটি বেঁধে পারফর্ম করেছিলেন রণজয়। তাঁদের এই পারফরর্ম্যান্সও দর্শকদের বেশ পছন্দ হয়েছিল।
Tap to expand
মাঝে মধ্যে দুই তারকার অফস্ক্রিন নৈকট্যের কথাও শোনা যায়। তবে রণজয় বা শ্যামৌপ্তি দুজনেই এ বিষয় নিয়ে মাথা ঘামাতে নারাজ। এখন কাজকেই প্রাধান্য দিতে চান তাঁরা। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Suparna MajumderPosted: 03:49 PM Jul 02, 2024Updated: 04:59 PM Jul 02, 2024
'কোন গোপনে মন ভেসেছে' তারকা জুটির?