-
- ফটো গ্যালারি
- এক নজরে
- Red sea film festival shraddha kapoor poses with spider man star andrew garfield ranbir kapoor with olivia wilde
বলিউডের 'স্ত্রী' শ্রদ্ধার রূপে মুগ্ধ হলিউডের 'স্পাইডার ম্যান', রণবীরের পাশে কোন সুন্দরী?
সৌদি আরবের চলচ্চিত্র উৎসবে আর কার কার দেখা মিলল? দেখুন অ্যালবাম।
Tap to expand
সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে বলিউড-হলিউড মিলেমিশে একাকার। তাই তো রেড কার্পেটে বলিউডের 'স্ত্রী' শ্রদ্ধা কাপুরের রূপে মুগ্ধ হলিউডের 'স্পাইডার ম্যান' অ্যান্ড্রু গারফিল্ড।
Tap to expand
প্রতিবারের মতো এবারও জেড্ডায় রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। সেখানে ফাল্গুনি শেন পিককের রং মহল কোর্টিয়ার কালেকশনের পোশাকে সেজে গিয়েছিলেন শ্রদ্ধা।
Tap to expand
চলচ্চিত্র উৎসবে অ্যান্ড্রু এসেছিলেন স্যুট পরে। বিয়ার্ড লুক ছিল তাঁর। শ্রদ্ধাকে দেখেই এগিয়ে যান তারকা। হাত মেলান বলিউডের স্ত্রীর সঙ্গে। তার পর একসঙ্গে পোজ দেন ক্যামেরার সামনে।
Tap to expand
সৌদি আরবের এই চলচ্চিত্র উৎসবেই আবার হলিউডের অভিনেত্রী-পরিচালক আলিভিয়া ওয়াইল্ডের সঙ্গে পোজ দেন রণবীর কাপুর। বলিউডের 'অ্যানিম্যাল' এদিন রেড হট গলাবন্ধে সেজেছিলেন।
Tap to expand
স্ত্রী শিবানী দাণ্ডেকরের সঙ্গে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে পোজ দেন ফারহান আখতার। সঙ্গে ছিলেন তাঁর সহ-প্রযোজক রীতেশ সিধওয়ানি ও তাঁর স্ত্রী ডলি।
Tap to expand
সৌদি আরবের এই চলচ্চিত্র উৎসবে হলিউডের আরও সুপারহিরোকে দেখা যায়। অ্যান্ড্রু যখন মঞ্চে ছিলেন, তখন তাঁর পাশেই ছিলেন 'ডক্টর স্ট্রেঞ্জ' বেনেডিক্ট কাম্বারব্যাচ। ছবি: সংগৃহীত।
Published By: Suparna MajumderPosted: 11:46 AM Dec 10, 2024Updated: 11:46 AM Dec 10, 2024
সৌদি আরবের চলচ্চিত্র উৎসবে আর কার কার দেখা মিলল? দেখুন অ্যালবাম।