Advertisement
পুরুষের এই ৫টি গুণ চুম্বকের মতো আকর্ষণ করে নারীকে! আপনিও ঘায়েল হয়েছেন?
নারীর মন পাওয়া কী আর সহজ কাজ! তার জন্য কতই না সাধ্য সাধনা করতে হয়। আবার মনে ধরলেই নারী যে মুখে তা প্রকাশ করবে, তেমনটাও কিন্তু নয়। মনের হদিশ সহজে কাউকে দিতে চায় না তাঁরা।
প্রকাশ করুক না করুক পুরুষের কয়েকটা গুণ কিন্তু চুম্বকের মতো আকর্ষণ করে নারীদের। হাজার চেষ্টাতেও সেই অমোঘ আকর্ষণকে উপেক্ষা করার ক্ষমতা হয় না। কিন্তু আদতে অধিকাংশ পুরুষরাই কিন্তু জানে না যে কোন ক্যারিশ্মায় মুহূর্তে জিতে নেওয়া যায় নারীমন।
নিশ্চয়ই ভাবছেন কী সেই গুণ? চলুন আজ জেনে নেওয়া যাক সেগুলোই। কাউকে ইমপ্রেস করার ক্ষেত্রে আপনি কী জামা পরছেন, কোন রঙের জামা পরছেন তা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ পছন্দের রঙ কিন্তু বুঝিয়ে দেয় আপনি কেমন মানুষ। পোশাক-ঘড়ি নিয়ে যারা সচেতন সহজেই নারীদের মন জিতে নেন তাঁরা।
মহিলারা মনের কথা মুখ ফুটে বলতে চান না। তাঁরা চান, কেউ একজন থাকুক যে না বলা কথা বুঝে নিতে পারবে। চোখের ভাষা পড়ে মনের হদিশ পাবে। আর এইকাজ যারা করতে পারেন, মেয়েদের মন জেতা তাঁদের বাম হাতের খেলা!
এই গুণগুলোর মধ্যে মূল হচ্ছে সম্মান। নারী মন জিতে নিতে গেলে সম্মান প্রদান ভীষণভাবে প্রয়োজন। তবে স্রেফ কাউকে ইমপ্রেস করার উদ্দেশ্যে যদি একাজ করেন, তাতে কোনও লাভ নেই। যারা মন থেকে মহিলাদের সম্মান করেন, তা তাঁদের আচরণেই ফুটে ওঠে। যা চিনতে কখনই ভুল করে না মেয়েরা।
মহিলারা এমন কাউকে জীবনে চান, যিনি নিমেষেই সব সমস্যার সমাধানে সমান দক্ষ। আদতে সিনেমার নায়কের মতো কাউকে বাস্তব জীবনে সঙ্গী করতে চায় মেয়েরা। সেই দক্ষতা যদি থেকে থাকে জানবেন নিজের অজান্তেই বহু তরুণীর মনে জায়গা করে নিয়েছেন আপনি।
Published By: Tiyasha SarkarPosted: 05:03 PM Jan 13, 2026Updated: 05:03 PM Jan 13, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
