Advertisement
লাভ গুরু যখন ChatGPT! প্রেমিক-প্রেমিকাদের এসব অদ্ভুত প্রশ্নের জবাব দেয় AI, আপনিও করেন?
জানেন কোন প্রশ্ন সব থেকে বেশি করা হয়েছে চ্য়াটজিপিটিকে?
প্রেম মানে যে শুধুই সুখ, আনন্দের মুহূর্ত তা তো নয়। সঙ্গীর থেকে পাওয়া সামান্য আঘাতও পাহাড় প্রমাণ যন্ত্রণা দেয়। কখনও আবার প্রিয় মানুষটার আচরণে সামান্য বদল এলেও তা মানা যায় না। কিন্তু কিছু কথা, কিছু ব্যথা যে একেবারই ব্যক্তিগত। তাই চাইলেও তা কাউকে বলা যায় না। সঙ্গীর আচরণ মনে প্রশ্ন তুললেও কারও কাছে ফাঁস করেন না কেউই। আর ঠিক এখানেই বন্ধুর মতো হাত বাড়িয়েছে ChatGPT।
ব্যক্তিগত জীবনের যে প্রশ্ন কাউকে করা যায় না, তা ChatGPT-কেই করছেন নেটিজনরা। কারণ, কৃত্রিম বু্দ্ধিমত্তার মতো বন্ধু আর কে আছে! কারণ, বিশ্বাসভঙ্গের কোনও সম্ভাবনাই নেই। চলুন আজ জেনে নেওয়া যাক নেটিজেনরা প্রেম সংক্রান্ত কোন প্রশ্নগুলি সব থেকে বেশি করেছে ChatGPT-কে।
তথ্য বলছে, সব থেকে বেশি নেটিজেনরা ChatGPT'র কাছে জানতে চেয়েছে পার্টনার তার জন্য সঠিক কি না। বা কীভাবে বুঝবে যে পার্টনার তাঁর জন্য বেস্ট? কারণ, সম্পর্কে জড়ানোর পর এমন অনেক পরিস্থিতির তৈরি হয় যখন মনে প্রশ্ন জাগে, 'ও সত্যিই ভালোবাসে তো? ওর সঙ্গে থাকতে পারব তো?' কিন্তু কারণ ব্যাখ্যা করে এপ্রশ্ন বন্ধুদেরও করতে পারেন না কেউ। কারণে মনে থাকে আশঙ্কা, বন্ধু যদি ভুল বোঝে!
দিনভর মেসেজে-ফোনে কথা হত প্রেমিকের সঙ্গে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা কমেছে। সঙ্গী মানসিক দূরত্ব বাড়াচ্ছে, ইমোশনাল অ্যাটাচমেন্ট কমছে বুঝতে পেরেও অনেকেই চুপ করে থাকেন। তাঁরা বুঝে উঠতে পারেন না কেন হচ্ছে, কোথায় ভুল। এরকম পরিস্থিতিতেও ChatGPT'র দ্বারস্থ হয়েছে অনেকে। তাঁদের প্রশ্ন, "সঙ্গী কেন দূরে সরে যাচ্ছে আমার থেকে?"
সময়ের সঙ্গে সঙ্গে বদলছে সম্পর্কের ধরণ। প্রযুক্তির যুগে মানুষের কাছে অনেক অপশন। তাই সম্পর্ক এখন যত দ্রুত গড়ে ওঠে তার থেকেও দ্রুত গতিতে শেষ হয়ে যায়। বহুক্ষেত্রেই দেখা যায় নেপথ্যে বিশ্বাসযোগ্যতা। আশপাশে কান পাতলেই শোনা যায়, "ও আমার সঙ্গে প্রতারণা করেছে।"
চ্যাটজিপিটির কাছে বহু মানুষ প্রশ্ন করেছেন প্রতারণা নিয়েই। সঙ্গীর আচরণ উল্লেখ করে তাঁদের জিজ্ঞাসা, 'ও আমার সঙ্গে প্রতারণা করছে না তো?'
দু'টো মানুষ একসঙ্গে থাকলে মতের অমিল হওয়া খুব স্বাভাবিক। অনেকক্ষেত্রেই দেখা যায় সামান্য বিষয় বিরাট আকার নেয়। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতেও অনেকেই চ্যাটজিপিটির দ্বারস্থ হয়েছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে বহু নেটিজেনই সুস্থ কথোপকথনের টিপস চেয়েছেন। অর্থাৎ কীভাবে কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সঙ্গীর সঙ্গে যে কোনও বিষয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাবেন সেটাই প্রশ্ন অনেকের।
সকলেই জীবনে কখনও না কখনও বিচ্ছেদের যন্ত্রণা ভোগ করেছেন। তা থেকে বেরনো যে কতটা কঠিন তা কারও অজানা নয়। কারণ, দূরত্ব বাড়লেও ভালোবাসা তো থেকেই যায়। যাকে ঘিরে দিনের শুরু হত, আচমকা একদিন সে নেই! এটা মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া একটা যুদ্ধের থেকে কম নয়। তথ্য বলছে বহু মানুষ প্রাক্তনকে ভুলে নতুন করে শুরুর টিপস চায় চ্যাটজিপিটির কাছে।
Published By: Tiyasha SarkarPosted: 05:12 PM Jan 14, 2026Updated: 05:12 PM Jan 14, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
