'অভয়া'র বিচার চেয়ে রাজপথই ঠিকানা জুনিয়র ডাক্তারদের! খাবার, ত্রিপল নিয়ে হাত বাড়াচ্ছেন আমজনতা
রবিবার সকাল থেকে রাস্তায় অভয়া ক্লিনিকে রোগীদের পরিষেবা দেন জুনিয়র ডাক্তাররা।
Tap to expand
পেরিয়েছে ৫ দিন। রবিবারও আর জি কর কাণ্ডের প্রতিবাদে ৫ দফা দাবিতে স্বাস্থ্যভবনের সামনে জারি জুনিয়র ডাক্তারদের অবস্থান। সেখানেই চলছে অভয়া ক্লিনিক। আন্দোলনকারীদের পাশে গোটা বাংলা। কেউ খাবার দিয়ে, কেউ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী দিয়ে হাত বাড়াচ্ছেন সহযোগিতার।
Tap to expand
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার সকাল ১০ টায় শুরু হয় অভয়া ক্লিনিক। বহু মানুষ সেখানে আসেন। চিকিৎসকরা সাধ্যমতো পরিষেবা দেন তাঁদের।
Tap to expand
এদিকে আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে অন্যান্যদিনের মতোই এদিনও খাবার পাঠান বহু মানুষ। কেউ পাঠান জল, ওআরএস বা অন্য কোনও জিনিস।
Tap to expand
অভয়ার বিচারের দাবিতে পথই হয়েছে সাময়িক ঠিকানা। আন্দোলনের মাঝেই দুপুরের খাওয়াদাওয়া সারছেন জুনিয়র ডাক্তাররা।
Tap to expand
৫ দিন ধরে রাস্তাই হয়ে উঠেছে ঘর! মাথার উপর ছাউনি ত্রিপল। ক্যাম্প খাট, তক্তায় কোনওরকমে খানিকটা বিশ্রাম নিচ্ছেন আন্দোলনকারীরা।
Tap to expand
স্বাস্থ্যভবনের সামনের রাস্তাতেও বিচারের ডাক। লেখা, "তিলোত্তমা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।"
Tap to expand
পোষ্যকে নিয়ে আন্দোলনকারীদের মাঝে আমজনতা। দাবি একটাই, অভয়ার বিচার চাই। ছবি: সায়ন্তন ঘোষ।
Published By: Tiyasha SarkarPosted: 06:12 PM Sep 15, 2024Updated: 06:14 PM Sep 15, 2024
রবিবার সকাল থেকে রাস্তায় অভয়া ক্লিনিকে রোগীদের পরিষেবা দেন জুনিয়র ডাক্তাররা।