Advertisement
রিঙ্কু বন গয়া জেন্টলম্যান... আংটি পরাতেই চোখে জল প্রিয়ার, দেখুন বাগদান অনুষ্ঠানের ছবি
আংটি পরানোর পর দুজনে একসঙ্গে কেকও কাটেন।
সারা বাগদান পর্ব। জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন রিঙ্কু সিং। রবিবার লখনউয়ে বাগদান অনুষ্ঠানের মাধ্যমে প্রিয়া সরোজের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার প্রস্তুতি শুরু নাইট তারকার।
রিঙ্কু আংটি পরিয়ে দিতেই কেঁদে ফেলেন প্রিয়া। সমাজবাদী পার্টির সাংসদের কান্না কিছুতেই বাঁধ মানছিল না। রিঙ্কুও আনন্দে ডগমগ। দুজনে হাত তুলে নিজেদের আংটি দেখান।
রিঙ্কুর পরনে ছিল সাদা শেরওয়ানি ও প্রিয়া সুসজ্জিত হালকা গোলাপি লেহেঙ্গায়। আংটি পরানোর পর দুজনে একসঙ্গে কেকও কাটেন।
রিঙ্কু-প্রিয়ার বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এছাড়াও ছিলেন তাঁর স্ত্রী ডিম্পল যাদব এবং জয়া বচ্চন। হাজির ছিলেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা-সহ আরও গণ্যমান্য অতিথি।
দুই পরিবারের তরফ থেকে বাগদানের অনুষ্ঠানটি ঘরোয়া রেখেছে। তবে সাংবাদিকদের প্রিয়ার বাবা তুফানি সরোজ জানিয়েছেন, “আজ ওদের বাগদানের অনুষ্ঠান। সেই জন্য আমরা একত্রিত হয়েছি। আমরা খুব খুশি।”
Published By: Arpan DasPosted: 04:21 PM Jun 08, 2025Updated: 04:31 PM Jun 08, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
