Advertisement
১৩ বছরের বড় মডেলের প্রেমে হাবুডুবু ১৭-র ইয়ামাল! কে এই লাস্যময়ী?
ইয়ামালের সঙ্গে প্রেমের জল্পনা নিয়ে কী জবাব ওই মডেলের?
১৭ বছরের বিস্ময় প্রতিভা লামিনে ইয়ামাল। বার্সেলোনার হয়ে ক্লাব ফুটবলে হোক বা স্পেনের জার্সিতে, সব জায়গাতেই আগুন ছুটিয়েছে। এবার অবশ্য ফুটবল নয়, অন্য কারণে আলোচনায় ইয়ামাল। নেটদুনিয়ায় জোর চর্চা ৩০ বছর বয়সি মডেল ফাতি ভাজকুয়েজের প্রেমে হাবুডুবু খাচ্ছে সে।
ঘটনার সূত্রপাত ইয়ামালের সম্প্রতি আপলোড করা ছবি থেকে। যেখানে সুইমিং পুলের পাশে একটি গাছের ছবি রয়েছে। তার পিছনে সমুদ্র ও আকাশ। ঘটনাচক্রে একই ছবি দেখা যায় ফাতি ভাজকুয়েজের ইনস্টাগ্রামে আপলোড করা ছবিতেও।
তারপরই জল্পনা তুঙ্গে ওঠে। নেটিজেনদের দাবি, দুজনে একসঙ্গে একই রিসর্টে রয়েছে। এছাড়া ইয়ামাল ছুটি কাটানোর অন্যান্য যে ছবি আপলোড করেছে, সেটার সঙ্গে মিল রয়েছে ফাতির ছবির।
আপাতত লম্বা ছুটিতে ইয়ামাল। নেশনস লিগ শেষ হওয়ার পর লা লিগা শুরু হতে সামান্য দেরি আছে। বার্সেলোনা ফিফা ক্লাব বিশ্বকাপে নেই। ফলে নতুন মরশুমের আগে বিশ্রাম নিয়ে নিচ্ছে গতবারের স্প্যানিশ ত্রিমুকুট জয়ী দলের নায়ক।
কিন্তু কে এই ফাতি ভাজকুয়েজ? স্পেনের গালিসিয়ায় তাঁর বড় হওয়া। পেশায় বিমান সেবিকা। পাশাপাশি মডেলিংয়ের সঙ্গে যুক্ত। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ৪ লক্ষ। তবে ইয়ামালের সঙ্গে প্রেমের জল্পনার পরই লাফিয়ে বাড়ছে ফলোয়ার সংখ্যা। এমনকী অনেকে আবিষ্কার করেন, ৩০ বছর বয়সি মডেল 'দুষ্টু' ওয়েবসাইট 'অনলিফ্যানস'-এও আছেন।
Published By: Arpan DasPosted: 04:46 PM Jun 18, 2025Updated: 04:46 PM Jun 18, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
