Advertisement
রোম্যান্স থেকে রক্তারক্তি! বিতর্কে জড়ানো 'ও রোমিও'র জন্য কত পারিশ্রমিক নিলেন শাহিদ-তামান্নারা?
পোস্টার থেকে ছবির টিজারও যে ঝড় তুলেছে সিনেপ্রেমীদের মনে সে কথা বলাই বাহুল্য।
'ও রোমিও' ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে আসার পরই এক উন্মাদনার পারদ চড়েছিল। 'কবীর সিং'-এর পর ফের 'আলফা মেল' রূপে শাহিদ কাপুরকে দেখা যাবে এই আশায় বুক বেঁধেছিলেন দর্শককুল। তারপর ছবির টিজারও যে ঝড় তুলেছিল সিনেপ্রেমীদের মনে সে কথা বলাই বাহুল্য।
তবে তারপরেই বিতর্ক উসকে আইনি জটে জড়িয়েছিলেন শাহিদ। টিজার নিয়ে আপত্তি তোলেন একসময়কার কুখ্যাত গ্যাংস্টার হুসেন উস্তারার কন্যা শানোবার শেখ।
আগেই শোনা গিয়েছে বিশাল ভরদ্বাজ পরিচালিত, শাহিদের ‘ও রোমিও’ ছবিতে নয়ের দশকের অন্ধকার জগতের অন্যতম গ্যাংস্টার হুসেন উস্তারার জীবনকাহিনিই ফুটিয়ে তোলা হবে। আগামী ১৩ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। ছবিতে দেখা যাবে ফারিদা জালালকে। এক্কেবারে অন্যভাবে পাবেন তাঁকে দর্শক।
'হুসেন উস্তারা'র চরিত্রেই দেখা যাবে শাহিদকে। জানেন কি এই বিতর্কিত ছবির জন্য শাহিদ থেকে শুরু করে অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা ঠিক কত পারিশ্রমিক নিয়েছেন? রইল সেই তথ্যই।
এই ছবিতে এক্কেবারে অন্য অবতারে ধরা দিয়েছেন শাহিদ। উস্তারার ভূমিকায় তাঁকে দেখবেন দর্শক। ছবিতে যার আফশা চরিত্রের প্রতি রয়েছে চরম দুর্বলতা ও অনুভূতি। যা পরবর্তীতে বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের চক্রব্যূহে জড়িয়ে পড়ে। এই চরিত্রে রয়েছেন তৃপ্তি দিমরি। বলে রাখা ভাল এই চরিত্রের হন্য নাকি পঁয়তাল্লিশ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন শাহিদ।
এই ছবিতে আফশার চরিত্রে দেখা যাবে তৃপ্তি দিমরিকে। একজন সহজ সরল মেয়ের জীবন ঠিক কীভাবে আমূল বদলে যায় তা আদ্যোপান্ত দেখা যাবে ছবিতে। এই ছবিতে পারিশ্রমিক হিসেবে তৃপ্তি নিয়েছেন ছয় কোটি টাকা।
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তামান্না ভাটিয়া। তাঁর চরিত্রের নাম 'রাবিয়া'। যদিও এই চরিত্র নিয়ে খুব একটা খোলসা করেননি পরিচালক। এই ছবির জন্য তামান্না নিয়েছেন নাকি সাত কোটি টাকা।
Published By: Arani BhattacharyaPosted: 10:06 PM Jan 23, 2026Updated: 10:07 PM Jan 23, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
